যুক্তরাষ্ট্রের সাথে সংলাপে কোনো ফলাফল তৈরি হবে না: ইরানের সর্বোচ্চ নেতা
  2019-02-14 15:04:02  cri
ফেব্রুয়ারি ১৪: মার্কিন অর্থমন্ত্রণালয় গতকাল (বুধবার) ইরানের দুটি প্রতিষ্ঠান ও ৯জন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করে। মার্কিন নাগরিকদের উপর আক্রোশপূর্ণ ইন্টারনেট কার্যকলাপ এবং গোয়েন্দা কার্যক্রমের কারণে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয় বলে এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ ফ্রিজ করা হবে এবং মার্কিন কোনো নাগরিক তাদের সাথে ব্যবসা করতে পারবে না।

এদিকে, একই দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের সাথে তাঁর দেশের সংলাপে কোনো ফলাফল তৈরি হবে না। তা শুধু বস্তুগত এবং আধ্যাত্মিক ক্ষেত্রে ইরানের জন্য ক্ষতি বয়ে আনতে পারবে বলে তিনি বলেন।

তিনি পুনরায় ঘোষণা করেন, তেহরান মনে করে, যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ প্রতারক, তাদেরকে বিশ্বাস করা যায় না।

(আকাশ/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040