বিশেষ দরিদ্র এলাকার দারিদ্র্যমুক্ত বাস্তবায়নে গুরুত্বারোপ করে চীন
  2019-02-14 11:38:14  cri
ফেব্রুয়ারি ১৪: চীনের বিশেষ দরিদ্র এলাকার দারিদ্র্যমুক্ত বাস্তবায়ন-বিষয়ক সেমিনার গতকাল (বুধবার) কুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলের হোছিতে আয়োজিত হয়। চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্যমুক্ত বাস্তবায়ন নেতৃত্বাধীন গ্রুপের প্রধান হু ছুন হুয়া জোর দিয়ে বলেন, বিশেষ দরিদ্র এলাকার দারিদ্র্যমুক্ত প্রক্রিয়া ও কার্যকরিতা অতি গুরুত্বপূর্ণ। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক কর্ম-সম্মেলন ও গ্রামবিষয়ক কর্ম-সম্মেলনের সিদ্ধান্ত মেনে চলে সার্বিকভাবে এতদাঞ্চলের দারিদ্র্যমুক্ত কার্যক্রম চালু করতে হবে, যাতে দেশের সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলা যায়।

হু আরো বলেন, বিশেষ দরিদ্র এলাকার বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ, স্বাস্থ্য বীমা ব্যবস্থা, অনিরাপদ বাড়িঘর মেরামত আর খাবার পানির নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে, স্থানীয় অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী কৃষিজাত শিল্প উন্নয়ন করা হবে, অবকাঠামো ও জনসেবার দুর্বলতা পূরণ করা হবে, দরিদ্র এলাকা ও গ্রাম উন্নয়ন পরিকল্পনা একত্রে সংযুক্ত করা হবে, যাতে দরিদ্র এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040