চীনের পশুপাখির বৈচিত্র্যতা সুরক্ষা করা উচিতঃ হান জেং
  2019-02-14 10:59:51  cri

ফেব্রুয়ারি ১৪: গতকাল (বুধবার) বেইজিংয়ে চীনের পশুপাখির বৈচিত্র্যতা রক্ষা সংক্রান্ত জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। চীনের উপ-প্রধানমন্ত্রী হান জেং এ সম্মেলনে সভাপতিত্ব করেন।

সম্মেলনে হান জেং বলেন, পশুপাখির বৈচিত্র্যতা হচ্ছে মানবজাতির টিকে থাকা ও উন্নয়নের ভিত্তি। চীনের পশুপাখির বৈচিত্র্যতা রক্ষার কাজে গুরুত্বপূর্ণ ফলাফল অর্জিত হয়েছে। কিন্তু তারপরও বৈচিত্র্যতা কমানোর প্রবণতা থামেনি। এ প্রেক্ষাপটে বৈচিত্র্যতা রক্ষার কাজে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত।

তিনি জোর দিয়ে বলেন, প্রকৃতির সব উপাদান একটি অবিচ্ছিন্ন কমিউনিটির বিভিন্ন অংশ। চীনের পরিবেশ রক্ষার লক্ষ্যে জাতীয় পার্ক, প্রাকৃতিক সুরক্ষা অঞ্চল এবং বিভিন্ন রকমের প্রাকৃতিক পার্ক নিয়ে গঠিত ব্যবস্থা সুষ্ঠু করা উচিত। বন্য পশুপাখি খুব মূল্যবান সম্পদ, তাদের সুরক্ষা করা উচিত।

তিনি আরো বলেন, 'পশুপাখির বৈচিত্র্যতা কনভেনশন' সংক্রান্ত স্বাক্ষরকারী পক্ষের ১৫তম সম্মেলন আগামী বছর চীনে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের জন্য যথাযথ প্রস্তুতি নিতে হবে।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040