মিউনিখ নিরাপত্তা সম্মেলন চলাকালে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরবিএম চুক্তি নিয়ে আলোচনা করবেন ন্যাটো মহাসচিব
  2019-02-14 10:41:55  cri
ফেব্রুয়ারি ১৪: ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টোল্টেনবার্গ গতকাল (বুধবার) ব্রাসেলসে বলেন, তিনি ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মিউনিখ নিরাপত্তা সম্মেলন চলাকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে 'মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল (আইআরবিএম) সংক্রান্ত চুক্তি' নিয়ে আলোচনা করবেন।

দু'দিনব্যাপী ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলন গতকাল ব্রাসেলসে অবস্থিত ন্যাটোর সদরদফতরে অনুষ্ঠিত হয়। এতে আইআরবিএম সংক্রান্ত চুক্তির ভবিষ্যত, ন্যাটোর নিরাপত্তা এবং ন্যাটো-ইইউ'র সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

একইদিন অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে স্টোল্টেনবার্গ বলেন, ইউরোপে ন্যাটোর নতুন ভূমি ভিত্তিক পরমাণু অস্ত্র সিস্টেম স্থাপন করার পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে এ চুক্তি থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত রাশিয়ার পরবর্তী ছয় মাস সময় দিয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে এ চুক্তিতে ফিরে যাওয়া উচিত্ বলে তিনি উল্লেখ করেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040