জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে চীনের অংশগ্রহণ অব্যাহত থাকবে
  2019-02-13 18:44:34  cri
ফেব্রুয়ারি ১৩: চীন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সৈন্য ও অর্থ দিয়ে অবদান রেখে আসছে এবং ভবিষ্যতেও রেখে যাবে। এই মিশন বিভিন্ন দেশ ও অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং সেসব অঞ্চলের জনগণের জানমাল রক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন বিশ্বে শান্তি প্রতিষ্ঠাতা ও শান্তির রক্ষাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এখনও করছে। চীন বিভিন্ন পক্ষের সঙ্গে যৌথভাবে জাতিসংঘ সনদের চেতনা বাস্তবায়নে ভূমিকা রেখে যাবে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040