চীন-মার্কিন বৈরী সম্পর্ক কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়: বিশেষজ্ঞদের অভিমত
  2019-02-13 16:47:47  cri

ফেব্রুয়ারি ১৩: যুক্তরাষ্ট্র ও চীনের উচিত সংলাপের মাধ্যমে দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা। কারণ, দু'দেশের বৈরী সম্পর্ক কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না। গতকাল (মঙ্গলবার) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সাবেক রাজনীতিক ও চীনবিশেষজ্ঞ এক প্রতিবেদনে এ মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্য প্রতিনিধি শার্লিন বারশাস্কি, চীনে সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইনস্টন লর্ড, যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্বলসহ ১৭ জন সাবেক কূটনীতিক ও চীনবিশেষজ্ঞ যৌথভাবে এই প্রতিবেদন প্রণয়ন করেন।

প্রতিবেদনে বলা হয়, গত দু'বছরে মার্কিন-চীন সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অথচ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দু'দেশ পররস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। যুক্তরাষ্ট্রের উচিত নয়, চীনের ওপর একতরফা চাপ প্রয়োগ করে যাওয়া। চীননীতি প্রণয়ন করার সময় যুক্তরাষ্ট্রের উচিত চীনের সঙ্গে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040