শান্তির জন্য সংশ্লিষ্ট চুক্তি বাস্তবায়ন করা উচিত: ইয়েমেনি প্রেসিডেন্ট
  2019-02-13 16:02:04  cri
ফেব্রুয়ারি ১৩: ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদি বলেছেন, শান্তির জন্য ইতোমধ্যে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন করতে হবে। তিনি গতকাল (মঙ্গলবার) সৌদি আরবের রাজধানী রিয়াদে জাতিসংঘের ইয়েমনবিষয়ক বিশেষ দূত মার্টিন গ্রিফিথের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন।

সাক্ষাতে হাদি ২০১৮ সালের ফেব্রুয়ারিতে হুথি বিদ্রোহীদের সঙ্গে সাক্ষরিত তাঁর সরকারের চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। হুথিরা উক্ত চুক্তি বারবার লঙ্ঘন করে আসছে বলেও তিনি অভিযোগ করেন।

জবাবে মার্টিন গ্রিফিথ বলেন, জাতিসংঘ সংশ্লিষ্ট চুক্তি বাস্তবায়নের জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040