ইরানের ওপর চাপ প্রয়োগ করে লাভ নেই: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
  2019-02-13 15:17:04  cri
ফেব্রুয়ারি ১৩: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল (মঙ্গলবার) বলেন, বাইরে থেকে ইরানের ওপর চাপ প্রয়োগ করে কোনো লাভ নেই। এতে কোনো সমস্যার সমাধান হবে না। ইরানের সরকারি তথ্যমাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে।

ইরনা জানায়, মঙ্গলবার তেহরানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ এবং অন্যান্য বিদেশি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জারিফ আরও বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ ইরানের ওপর কোনো প্রভাব ফেলবে না। ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা সমস্যা ইরানি জনগণ নিজেরাই সমাধান করতে পারবে। আর সরকারের প্রতি জনগণের সমর্থন হলো ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তার ভিত্তি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড আজ (বুধবার) ও আগামীকাল (বৃহস্পতিবার) ওয়ারশতে মধ্যপ্রাচ্য সমস্যাবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজন করেছে। এতে ইরান সমস্যা হলো প্রধান আলোচ্য বিষয়গুলোর অন্যতম। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040