ব্রেক্সিট প্রশ্নে ব্রিটেনের অবস্থান স্পষ্ট করা উচিত: ফ্রান্স
  2019-02-13 15:16:28  cri
ফেব্রুয়ারি ১৩: ব্রেক্সিট প্রশ্নে ব্রিটেনের উচিত নিজের অবস্থান স্পষ্ট করা। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-আইভি লা ড্রাইয়া ও ইউরোপবিষয়ক মন্ত্রী নাথালি লইজু গতকাল (মঙ্গলবার) সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, জেরেমি হান্টের সঙ্গে ফরাসি মন্ত্রীদের 'বেক্সিট' নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় মন্ত্রীরা বলেছেন, ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশ ইতোমধ্যেই স্বাক্ষরিত ইইউ-ব্রিটেন 'ব্রেক্সিট চুক্তি' সমর্থন করে।

উল্লেখ্য, স্বাক্ষরিত 'ব্রেক্সিট চুক্তি' অনুযায়ী, ব্রিটেন ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বেরিয়ে যাবে। তবে, চুক্তিটি ব্রিটেনের হাউস অব কমন্সে অনুমোদিত হয়নি। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040