জাতিসংঘে 'বিশ্ব শান্তি রক্ষায় চীনা সেনাবাহিনী' নামে প্রদর্শনী শুরু
  2019-02-13 15:12:05  cri

ফেব্রুয়ারি ১৩: স্থানীয় সময় গতপরশু (সোমবার) রাতে জাতিসংঘ সদরদফতরে 'বিশ্ব শান্তি রক্ষায় চীনা সেনাবাহিনী' নামে প্রদর্শনী শুরু হয়। ১৭টি বোর্ড, ৬০টিরও বেশি ছবি এবং চীনা ও ইংরেজি দোভাষীর ভিডিও'র মাধ্যমে বিশ্ব শান্তি রক্ষায় চীনা সেনাবাহিনীর গল্প স্মরণ করা হয়।

 

জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা চাও স্যু উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, দীর্ঘকাল ধরে জাতিসংঘের শান্তি রক্ষা অভিযানে অংশ নিয়ে আসছে চীন। আন্তর্জাতিক নৌ-পথের নিরাপত্তা রক্ষা ও আন্তর্জাতিক উদ্ধার কাজে ব্যাপক অবদান রেখেছে চীন। প্রদর্শনীর মাধ্যমে বুঝতে পারা যায় যে, জাতিসংঘের শান্তি রক্ষা কর্তব্যে আরো বেশি অবদান রাখতে ইচ্ছুক বেইজিং।

 

শান্তিরক্ষা অভিযানে চীনের বৈশিষ্ট্যময় ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন জাতিসংঘের ফিল্ড সাপোর্ট বিভাগের উপ-মহাসচিব আতুল খারে। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী প্রতিনিধি দেশের মধ্যে চীনের শান্তিরক্ষা সৈন্যের সংখ্যা সবচেয়ে বেশি এবং দ্বিতীয় বড় চাঁদা প্রদানকারী দেশ। চীনের সহায়তা ছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে এমন সাফল্য অর্জন করা সম্ভব নয়। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040