'এক অঞ্চল, এক পথ' যৌথ নির্মাণে অন্যদের উপর জোর আরোপ করে না চীন
  2019-02-13 14:38:09  cri
ফেব্রুয়ারি ১৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং গতকাল (মঙ্গলবার) জানিয়েছেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' যৌথ নির্মাণের প্রক্রিয়ায় চীন অন্যদের উপর জোর আরোপ করে না, কখনও তথাকথিত "অগ্রহণযোগ্য শর্তাবলী" প্রয়োগ করে না। প্রতিটি প্রকল্প সংশ্লিষ্ট পক্ষের মধ্যে সমান পরামর্শের ফলাফল।

হুয়া আরো বলেন, ১৫০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা চীনের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণের সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। সংশ্লিষ্ট প্রকল্পগুলো 'এক অঞ্চল, এক পথ' বরাবর দেশগুলোর উন্নয়নের জন্য শক্তি যুগিয়েছে। যৌথ আলোচনা, যৌথ নির্মাণ, যৌথ শেয়ারিং হলো 'এক অঞ্চল, এক পথ' নির্মাণের সোনালী নিয়ম।

তিনি আরো বলেন, চলতি বছর দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরাম আয়োজন করবে চীন। এবার শীর্ষ ফোরামের মাধ্যমে বিভিন্ন পক্ষগুলোর সাথে 'এক অঞ্চল, এক পথ' যৌথ নির্মাণের অগ্রগতি সারসংক্ষেপ করে, উচ্চ মান নিয়ে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণ করবে। (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040