হ্যানয়ে চীন-ভিয়েতনাম তরুণ-তরুণীদের নৃত্যপ্রদর্শনী আয়োজিত
  2019-02-13 14:32:36  cri
ফেব্রুয়ারি ১৩: 'এক অঞ্চল, এক পথ' চীন-ভিয়েতনাম তরুণ-তরুণীদের নৃত্যপ্রদর্শনী গতকাল (মঙ্গলবার) বিকালে হ্যানয়ে আয়োজিত হয়। দু'দেশের তরুণ-তরুণীরা দু'দেশের বৈশিষ্ট্যময় ২০টিরও বেশি নাচ পরিবেশন করেন।

ভিয়েতনামে নিযুক্ত চীনের সাংস্কৃতিক কাউন্সিলার ফেং সি থুয়ান বলেন, এবারের চীন-ভিয়েতনাম এই নৃত্য প্রদর্শনী হচ্ছে 'এক অঞ্চল, এক পথ' প্রতিপাদ্য কেন্দ্রিক চীন ও দক্ষিণ-পূর্বএশিয়ার বিভিন্ন দেশের মধ্যে ধারাবাহিক সাংস্কৃতিক বিনিময়ের একটি। পাশাপাশি বসন্ত উত্সবের পর এটা হচ্ছে দু'দেশের যৌথভাবে আয়োজিত প্রথম সাংস্কৃতিক বিনিময় কর্মকাণ্ড। এর মাধ্যমে চলতি বছর দু'দেশের সাংস্কৃতিক বিনিময়ের সূচনা হয়। নাচের মাধ্যমে দু'দেশের তরুণ-তরুণীরা পরস্পরকে জানতে পারে। এতে দু'দেশের বন্ধুত্ব আরো উন্নত হবে বলে তিনি বিশ্বাস করেন।(আকাশ/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040