'এক অঞ্চল, এক পথ' সহযোগিতায় পাঁচ দিক থেকে অগ্রগতিঃ বাণিজ্য মন্ত্রণালয়
  2019-02-13 11:06:45  cri

ফেব্রুয়ারি ১৩: আগামী এপ্রিল মাসে চীনে দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ সম্মেলন আয়োজিত হবে। এ উপলক্ষ্যে গতকাল (মঙ্গলবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয় একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করে।

সাংবাদিক সম্মেলনে উপ-বাণিজ্যমন্ত্রী ছিয়ান খ্য মিং জানান, গত বছর 'এক অঞ্চল, এক পথ' অর্থ-বাণিজ্য সহযোগিতার আকার আরো বড় হয়ে পাঁচ দিক থেকে অগ্রগতি অর্জিত হয়েছে।

প্রথমত, বাণিজ্য সহযোগিতা দ্রুত উন্নয়ন হচ্ছে। চীন এবং ৯টি 'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত দেশের মধ্যে ই-বাণিজ্য সংক্রান্ত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এসব সহযোগিতার মাধ্যমে চীন এবং 'এক অঞ্চল, এক পথ' দেশের মধ্যে বাণিজ্য ১৬.৩ শতাংশ বেড়ে ১.৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

দ্বিতীয়ত, বিনিয়োগ সহযোগিতা আরো গভীর হয়েছে। গত বছর 'এক অঞ্চল, এক পথ' দেশ চীনে বিনিয়োগ করেছে ৬০৮ কোটি মার্কিন ডলার। চীন 'এক অঞ্চল, এক পথ' দেশে বিনিয়োগ করেছে ১৬২৭ কোটি মার্কিন ডলার।

তৃতীয়ত, বড় আকারের প্রকল্প সুষ্ঠুভাবে চলছে। অবকাঠামো যোগাযোগ সংক্রান্ত অনেক প্রকল্প সুষ্ঠুভাবে চলছে। যেমন, মালদ্বীপে চীন-মালদ্বীপ মৈত্রী সেতু নির্মাণ সম্পূর্ণ হয়েছে। তাছাড়া, ইয়াজি রেলপথ ও গোয়াদার বন্দর প্রকল্প ইতোমধ্যে চালু হয়েছে।

চতুর্থত, অবাধ বাণিজ্য নেটওয়ার্ক দ্রুত উন্নয়ন।

পঞ্চমত, সহযোগিতা কাঠামো আরো সম্পূর্ণ হয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতা কাঠামোতে চীন ও থাইল্যান্ড, কেনিয়া, কুয়েত, জর্দান এবং অন্যান্য দেশের সঙ্গে বিশেষ বাণিজ্যিক সমন্বিত গ্রুপ গঠন করেছে।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040