চীনের লিয়াও নিং প্রদেশ: তিন দিক থেকে পুনরুত্থানের পথে সামনে এগিয়ে যাচ্ছে
  2019-02-13 11:03:13  cri

 

ফেব্রুয়ারি ১৩: গত ২০১৭ সালের মার্চে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের পঞ্চম অধিবেশনে লিয়াও নিং প্রদেশের প্রতিনিধি দলের সাথে পর্যালোচনার সময় তিন দিক থেকে সংস্কারের দাবি জানান। এ তিন দিক হলো সরবরাহ ব্যবস্থার কাঠামোগত সংস্কার, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়ন এবং সরকারি কর্মকর্তাদের আচরণ পরিবর্তন।

বসন্ত উত্সবের পর লিয়াও নিং প্রদেশের সরকার কার্যক্রম অধিবেশন আয়োজন করে প্রেসিডেন্ট সি-এর দাবি পূরণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে।

১. জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি সুই ছিয়াং গত ২০১৭ সালে মার্চে দুই অধিবেশনের সময় প্রেসিডেন্ট সি-এর সঙ্গে মুখোমুখি হয়ে নিজের মতামত প্রকাশ করেন।

অধিবেশনের পর সুই ছিয়াং দেখলেন কেন্দ্রীয় সরকার শ্রমিকদের বেতন ও কর্ম পরিবেশ উন্নয়ন সংক্রান্ত ব্যবস্থা নিয়েছে।

২. শেন ইয়াং কুফেং গোষ্ঠীর প্রযুক্তিগত বিভাগের পরিচালক ই হং লি: প্রেসিডেন্ট সি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রযুক্তি টাকা দিয়ে কেনা যায় না। আমাদের নিজের গবেষণার মাধ্যমে আবিষ্কার করতে হয়। আমাদের কোম্পানি প্রতি বছর বৈজ্ঞানিক প্রবর্তন ক্ষেত্রে অনেক টাকা খরচ করে।

৩. তুংপেই ওষুধ কোম্পানির প্রেসিডেন্ট ওয়েই হাই চিয়ুন: গত বছর আমাদের কোম্পানিতে সরকারি, বেসরকারি এবং সামাজিক অর্থ সংগ্রহ করে কোম্পানির অর্থবরাদ্দ অবস্থা সংস্কার করা হয়েছে। এসব সংস্কার ব্যবস্থার মাধ্যমে কোম্পানির আয় গত বছরের তুলনায় ৩৪শতাংশ বেড়েছে।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040