চীনে বসন্ত উত্সব উদযাপন-পদ্ধতির পরিবর্তন
  2019-02-13 09:30:38  cri

বসন্ত উত্সব। চীনের মানুষের স্বজনদের সঙ্গে পুনর্মিলনের সময়। এ উৎসব উদযাপনের নির্দিষ্ট পদ্ধতিও ছিল একসময়। কিন্তু চীনের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে মানুষের বসন্ত উত্সবের উদযাপন-পদ্ধতিতেও পরিবর্তন হয়েছে এবং হচ্ছে।

বসন্ত উত্সবের ছুটির শেষ দিন। কুয়াং চৌ বিমানবন্দরে লিও লিং নিজের বাবা-মাকে বিদায় জানিয়েছেন। তিনি কুয়াং চৌতে কাজ করেন এবং তার জন্মস্থান সি ছুয়ান প্রদেশে। বসন্ত উত্সবের সময় বাড়ি ফেরার টিকিট পাননি। তাই এবার তার বাবা-মা কুয়াং চৌ এসে তার সঙ্গে বসন্ত উত্সব পালন করেন। আসলে গত বসন্ত উত্সবে তারা কুয়াং চৌ ছিলেন। লিউ লিং বলেন, পরিবারের সঙ্গে থাকলে যে-কোনো জায়গায় বসন্ত উত্সব পালন করা যায়।

বসন্ত উত্সবের সময়ের চীনে লক্ষ-কোটি মানুষ শহর থেকে গ্রামে বা দূরবর্তী জন্মস্থানে ফিরে যায়। এসময় বিশ্বের বৃহত্তম মাইগ্রেশানের ঘটনা ঘটে। বিশেষ করে কুয়াং চৌ ও শেন চেন শহরে অন্য জায়গার মানুষ বেশি বলে বসন্ত উত্সবের সময় এ শহর খালি হয়ে যায়। তবে সাম্প্রতিক কয়েক বছরে, অনেকেই কাজের জায়গায় থেকে বসন্ত উত্সব পালন শুরু করেছেন। এ প্রবণতাকে আমরা বলা হচ্ছে 'বিপরীত বসন্ত উৎসব পরিবহন'। এক হিসেবমতে চলতি বছর ৯ শতাংশ মানুষ কাজের জায়গায় উত্সব পালন করেছেন। শাংহাই, বেইজিং, কুয়াং চৌ, শেন চেন ও হাং চৌ-এ এ ধরনের ঘটনা বেশি।

খাওয়া-দাওয়া চীনা ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি অংশ। বসন্ত উত্সবের সময়ে মানুষ বিশেষ ধরনের খাবারের ওপর গুরুত্ব দেয়। চীনা মানুষের উত্সবের খাবারে এখন যোগ হয়েছে অনেক বেশি আমদানিকৃত খাবার। যেমন, উত্তর আমেরিকার ক্র্যানবেরি, মিয়ানমারের আভাকাডো, নিউজিল্যান্ডের রূপালি কার্প ও মার্কিন বোস্টন বিগ লবস্টার ইত্যাদি। নানা ধরনের আমদানিকৃত পণ্য সহজে পাওয়া যায় চীনে এবং দামও তুলনামূলকভাবে কম।

ই-কমার্স ওয়েবসাইটের বিক্রয় উপাত্ত থেকে জানা গেছে, আলাস্কা কিং ক্র্যাব, ফ্রেঞ্চ নীল লবস্টার, চিলি চেরি এবং অস্ট্রেলিয়ান ফ্রেশ দুধ আজকাল চীনা মানুষের বসন্ত উত্সবের খাবারতালিকায় স্থান করে নিয়েছে।

এদিকে, চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, বসন্ত উত্সবের ৭ দিনের ছুটিতে, দেশব্যাপী খুচরা ও ক্যাটারিং কোম্পানির বিক্রয়ের পরিমাণ ১ ট্রিলিয়ান ইউয়ানের বেশি ছিল, যা গেল বসন্ত উত্সবের তুলনায় ৮.৫ শতাংশ বেশি।

বেইজিংয়ে ২০ বছর ধরে কাজ করছেন সু তুং লেই। তিনি এবার বসন্ত উত্সবের সময়ে নিজের শিশু-সন্তানকে নিয়ে রাজপ্রাসাদ জাদুঘর বা নিষিদ্ধ নগর পরিদর্শন করেন। জানুয়ারি মাস থেকে নিষিদ্ধ নগর যাদুঘরে শুরু হয় বসন্ত উত্সের ঐতিহ্যসম্পর্কিত একটি বিশেষ প্রদর্শনীল। ৮৫৫টি পুরাকীর্তি প্রথমবারের মতো সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় প্রদর্শনীতে। বসন্ত উত্সবের ছুটির সময়ের জন্য নির্ধারিত টিকিট অনেক আগেই বিক্রি হয়ে যায়। ছুটির সময় ৫ লাখ মানুষ রাজপ্রাসাদ জাদুঘর বা নিষিদ্ধ নগর পরিদর্শন করেন।

যাদুঘর, আর্ট গ্যালারি, লাইব্রেরি এবং বিজ্ঞান জাদুঘর ও পুরাতন রাস্তা বেশ পর্যটক আকর্ষণ করেছে। একটি উত্সব একটি জাতি ও দেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন। ঐতিহ্য মানুষকে আকর্ষণ করে। কারণ বসন্ত উত্সব তেমনি একটি উত্সব।

বসন্ত উত্সবের ছুটিতে বিভিন্ন চলচ্চিত্রও ভালো ব্যবসা করে। এবার বসন্ত উত্সবের ছুটিতে ৮টি নতুন চলচ্চিত্র মুক্তি পায়। একদিনেই বক্স অফিস ১৪০ কোটি ইউয়ানের কোঠা অতিক্রম করে এবার, যা একটি নতুন রেকর্ড সৃষ্টি করে। বসন্ত উত্সব চলাকালে ১১ কোটি মানুষ সিনেমা হলে গিয়ে চলচ্চিত্র উপভোগ করেছেন। বসন্ত উত্সবের ছুটিতে চলচ্চিত্রের বক্স অফিস ৫০০ কোটি ইউয়ান আয় করে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040