তিব্বতি জাতি
  2019-02-13 09:30:38  cri

তিব্বতি জাতির মানুষের সংখ্যা ৫৪ লাখ ১৬ হাজার। এ জাতির মানুষ মূলত চীনের তিব্বতি জাতি স্বায়ত্তশাসিত এলাকা, কানসু, সিছুয়ান ও ইউননান প্রদেশে বসবাস করে। হান ভাষায় তিব্বতি জাতিকে ডাকা হয় 'জাং' এবং তিব্বতি জতির মানুষ নিজেদের ডাকে 'বোদ'। তিব্বতি ভাষা তিন রকমের: ওয়ে জাং, কাং এবং আন দো। ওয়ে জাং ও কাং ভাষার টোন আছে তবে আন দো ভাষার টোন নেই। তিব্বতি ভাষার অক্ষর সপ্তম শতাব্দির শুরুতে সৃষ্টি হয় এবং এর ৪টি স্বরবর্ণ ও ৩০টি ব্যঞ্জনবর্ণ আছে। এই ভাষা বাম থেকে ডান দিকে লিখিত হয়।

তিব্বতি জাতিঅধুষ্যিত এলাকা উচ্চ পাহাড়ি অঞ্চল। এখানে চিরতুষারাবৃত পর্বতমালা অনেক বেশি। তিব্বত-ছিংহাই মালভূমির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার মিটার।

তিব্বতি জাতিঅধুষ্যিত এলাকার বনসম্পদ প্রচুর। ইয়ারলং জাংবো নদীর মধ্য ও নিম্ন অববাহিকা এলাকা, ছিংহাইর দক্ষিণ-পূর্ব এলাকা, কানসুর দক্ষিণ এলাকা, সিছুয়ান, ইউয়ান পশ্চিম এলাকায় রয়েছে বড় বড় ভার্জিন বন।

তিব্বতি জাতিঅধ্যুষিত এলাকা পানিসম্পদে সমৃদ্ধ। তাই এখানে পানিবিদ্যুত উত্পাদন হয় বেশি।

তিব্বতি জাতির মানুষের ব্যক্তি-নাম আছে, তবে পারিবারিক নাম নেই। নাম থেকেই ব্যক্তি পুরুষ না নারী, তা বোঝা যায়। নাম হয় দুটি বা চারটি শব্দে এবং নামগুলোর অধিকাংশ বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে নেয়া। তাই অনেক মানুষের একই নাম দেখা যায়। তখন পার্থক্য করার জন্য ছোট, বড় ইত্যাদি শব্দ যোগ করা হয়। কেউ কেউ আবার নিজের নামের সামনে জন্মের জায়গা, বসবাসের জায়গা বা নিজের পেশার নাম যোগ করে নেন।

তিব্বতি জাতির মানুষ পুরুষ হোক বা নারী, সবাই লম্বা বেণী পছন্দ করে। বার্লি ও ডাল দিয়ে তৈরি গুঁড়া চা'র সঙ্গে খেতে তারা পছন্দ করে। তিব্বতি চিকিত্সার দীর্ঘ ইতিহাস আছে এবং অনুশীলনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

তিব্বতিদের নিজস্ব পঞ্জিকা আছে। তিব্বতি পঞ্জিকার নববর্ষ, Shoton দিবস তাদের গুরুত্বপূর্ণ দিবস হিসেবে পালিত হয়। নববর্ষের সময় সবাই সুন্দর পোশাক পরে পরস্পরকে নববর্ষের শুভেচ্ছা জানায় এবং মন্দিরে গিয়ে প্রার্থনা করে।

তিব্বতি জাতির মানুষ ভাল গান ও নাচ করতে পারে। তাদের নাচ একক, দ্বৈত ও দলীয় হতে পারে।

কোথাও কোথাও তিব্বতি জাতির মানুষ Heaven burial আয়োজন করে। মৃতদেহ পাহাড়ের ওপর খোলা রেখে দেওয়া হয়, যাতে পশু-পাখি দেহের মাংস খেতে পারে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040