উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় শীর্ষ বৈঠক সফল হবে: চীনের আশাবাদ
  2019-02-12 19:01:11  cri
ফেব্রুয়ারি ১২: উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় শীর্ষ বৈঠক সফল হবে বলে আশা করে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

হুয়াং ছুন ই বলেন, বর্তমানে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি উন্নয়নের দিকে যাচ্ছে। চীন ও রাশিয়া দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নকে সমর্থন করে যাবে এবং রাজনৈতিক পদ্ধতিতে উপদ্বীপের সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, সম্প্রতি চীন-রাশিয়া-উত্তর-পূর্ব এশিয়া নিরাপত্তা পরামর্শ সম্মেলন মস্কোয় অনুষ্ঠিত হয়। তখন চীন ও রাশিয়া কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে আলোচনা করে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040