বিশ্বের জন্য গান গাই
  2019-02-12 17:02:41  cri

থান ইয়ুং লিন, ১৯৫০ সালের ২৩ অগাস্ট চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকং-এর বিখ্যাত কন্ঠশিল্পী, সুরকার এবং অভিনেতা।

থান ইয়ুং লিন হংকং-এর জিয়ান খাং গ্রামে জন্মগ্রহণ করেন। পরিবারে বাবা-মা ছাড়া তার দু'জন বড় বোন এবং তিন জন ছোট বোন আছে। তিনি হলেন পরিবারের একমাত্র ছেলে। ছান ইয়ুং লিনের বাবা থান বো জিয়াং একজন ফুটবল খেলোয়াড়। বাবার প্রভাবে থান ইয়ুং লিন ছোটবেলা থেকেই ফুটবল খেলতে পছন্দ করতেন। 

বিশ্ববিদ্যালয়ের সময় পরিবারের প্রস্তাবে তিনি সিংগাপুরে অর্থনীতি বিষয়ে পড়তে যান। তবে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের সময় গুরুতর রোগে আক্রান্ত হওয়ায় তিনি বাধ্য হয়ে লেখাপড়া বন্ধ করেন এবং হংকং ফিরে আসেন। সুস্থ হওয়ার পর তিনি আর সিংগাপুরে ফিরে যাননি এবং চাকরি খুঁজতে শুরু করেন।

থান ইয়ুং লিন লেখাপড়া বন্ধ হওয়ার পর ডাকপিয়নের চাকরি পান। প্রতি মাসের বেতন ছিল শুধু ২২০ হংকং ডলার। পরে গানের প্রতি তাঁর তীব্র ভালোবাসা এবং রাতে পানশালায় গান গাওয়ার চাকরি পাওয়ায় তিনি ডাকপিয়নের পদ ছেড়ে দেন। 

১৯৬৮ সালে থান ইয়ুং লিন 'Loosers' সঙ্গীত ব্যান্ডে যোগ দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সঙ্গীতজগতে পা রাখেন। ১৯৭৩ সালে তিনি 'winner' সঙ্গীত ব্যান্ডে যোগ দেন। ১৯৭৫ সালে থান ইয়ুং লিনের প্রথম চলচ্চিত্র 'সবাই খুশি' রিলিজ হয়। ১৯৭৮ সালে 'winner' সঙ্গীত ব্যান্ড ভেঙে যাওয়ার পর তিনি আর কোনো সঙ্গীত ব্যান্ডে যোগ দেননি। 

১৯৭৯ সালে থান ইয়ুং লিন চীনের তাইওয়ান প্রদেশে যান। একই বছর তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম 'তারা' বাজারে আসে। ১৯৮১ সালে প্রধান অভিনেতা হিসেবে 'যদি তা সত্যি' নামক চলচ্চিত্রে অভিনয় করেন। থান ইয়ুং লিন এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১৮তম তাইওয়ান চলচ্চিত্রের 'সোনার ঘোড়া' অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ প্রধান অভিনেতার পুরস্কার জেতেন। 

১৯৮৪ ও ১৯৮৫ সালে থান ইয়ুং লিন যথাক্রমে 'ভালোবাসার উত্স', 'কুয়াশার ভালোবাসা', 'ভালোবাসার ফাঁদ' প্রকাশ করেন। এই তিন অ্যালবামকে সবাই 'ভালোবাসার Trilogy' বলে ডাকে। ১৯৮৪ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত থান ইয়ুং লিন একটানা চার বছর ধরে হংকং-এর 'সবচেয়ে জনপ্রিয় গায়কের' পুরস্কার জিতে নেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040