গত বছর চীনে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৬৯.৮ শতাংশ বেড়েছে
  2019-02-12 16:45:30  cri
ফেব্রুয়ারি ১২: ২০১৮ সালে চীনে বিদেশি বিনিয়োগে নতুন প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬০ হাজার ৫৩৩টি, যা আগের বছরের চেয়ে ৬৯.৮ শতাংশ বেশি। একই বছর চীনে ব্যবহৃত বৈদেশিক পুঁজির পরিমাণ ছিল ৮৮,৫০০ কোটি ইউয়ান, যা আগের বছরের চেয়ে ০.৯ শতাংশ বেশি। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, গত বছর চীনের উত্পাদনশিল্পে ব্যবহৃত বৈদেশিক পুঁজি ৩০.৬ শতাংশ বাড়ে। এ ছাড়া, চীনের মধ্য ও পশ্চিমাঞ্চলে বৈদেশিক পুঁজির ব্যবহারও বেড়েছে। ২০১৮ সালে পশ্চিমাঞ্চলে ব্যবহৃত বৈদেশিক পুঁজির পরিমাণ ছিল ৬৪৬০ কোটি ইউয়ান, যা আগের বছরের চেয়ে ১৮.৫ শতাংশ বেশি।

মন্ত্রণালয় আরও বলেছে, ২০১৮ সালে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের কারণে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চীনের পারস্পরিক সহযোগিতা ও বিনিয়োগ জোরদার হয়েছে এবং চীনে বৈদেশিক বিনিয়োগের সুযোগ আরও বেড়েছে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040