ফিলিস্তিনে 'চীনা থিয়েটার' সম্প্রচার শুরু
  2019-02-12 16:22:57  cri

ফেব্রুয়ারি ১২: ফিলিস্তিনে চীনা কার্যালয়ের প্রধান কুও ওয়েই জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লায় 'চায়না মিডিয়া গ্রুপ'-এর সাংবাদিককে একটি বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন।

সাক্ষাত্কারে তিনি প্রথমে 'চায়না মিডিয়া গ্রুপ' এবং ফিলিস্তিন টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত 'চীনা থিয়েটার' স্থানীয় টেলিভিশনে আনুষ্ঠানিকভাবে সম্প্রচারের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, চীনের টিভি অনুষ্ঠান ফিলিস্তিনি দর্শকদের সামনে তুলে ধরা তা দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য খুব ইতিবাচক ভূমিকা পালন করবে। দু'দেশের জনগণের মধ্যে সমঝোতা বাড়াতে সহায়ক হবে।

গত ৫ ফেব্রুয়ারি 'চায়না মিডিয়া গ্রুপ'-এর তৈরি আরবি ভাষার 'হ্যালো, চায়না', কার্টুন 'রুই মাছের এডভেঞ্চার' এবং টিভি নাটক 'ওড টু জয়' ইত্যাদি অনুষ্ঠান 'চীনা থিয়েটারের' মাধ্যমে সম্প্রচারিত হয়েছে।

ফিলিস্তিন দর্শক ইয়েহাইয়া বলেন, চীনা টিভি অনুষ্ঠান থেকে চীনা মানুষের মূল্যবোধ প্রকাশিত হয়। চীনা মানুষ পরিবারকে অনেক মূল্য দেয়, এটা আমাদের সঙ্গে অনেক মিল আছে। অনুষ্ঠান থেকে চীন সংক্রান্ত অনেক তথ্য জানতে পারলাম।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040