চীনের বৈদেশিক মুদ্রা মজুদের পরিমাণ টানা তিন মাস ধরে বৃদ্ধি, ভবিষ্যতে ওঠানামার মধ্যে স্থিতিশীল থাকবে: বিশেষজ্ঞ
  2019-02-12 15:41:55  cri
ফেব্রুয়ারি ১২: গতকাল (সোমবার) চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৯ সালের জানুয়ারির বৈদেশিক মুদ্রা মজুদ সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। গত জানুয়ারির শেষ নাগাদ মজুদের পরিমাণ ৩ লাখ ৮ হাজার ৭শ ৯২ কোটি মার্কিন ডলার, যা আগের মাসের তুলনায় ১৫২০ কোটি ডলার বেশি। প্রবৃদ্ধির হার ছিল ০.৫ শতাংশ। এটি হচ্ছে গত ৩ মাস ধরে বৈদেশিক মুদ্রার প্রবৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে চীনের বৈদেশিক মুদ্রা মজুদের পরিমাণ অর্থনৈতিক সত্ত্বার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা মজুদের আকার ওঠানামার মধ্যে স্থিতিশীল থাকবে।

চীনের বৈদেশিক মুদ্রা প্রশাসন ব্যুরোর মুখপাত্র ওয়াং ছুন ইং বলেন, ২০১৯ সালের জানুয়ারিতে চীনের বৈদেশিক বাজারে সরবরাহ ও চাহিদা ভারসাম্যতা বজায় রেখেছে। বিশ্ব ব্যাংকিং বাজারে ডলারের বিনিময়ে অন্য মুদ্রার মূল্য বেড়েছে। ব্যাংকিং সম্পত্তির মূল্য কিছু মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

চীনের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিষয়ক গবেষণালয়ের মহাপরিচালক থান ইয়া লিং সংবাদদাতাকে বলেন, বৈদেশিক মুদ্রা মজুদের টানা তিন মাসের প্রবৃদ্ধি অর্থনৈতিক সত্ত্বার কার্মকাণ্ডসহ নানা উপাদানের সঙ্গে সম্পর্কিত।

তিনি বলনে,'চীনের আরএমবি'র প্রবণতার কারণে বৈদেশিক বাণিজ্য বিষয়ক শিল্পপ্রতিষ্ঠান কিছু কিছু সুযোগ কাজে লাগিয়ে বেশি অর্ডার পেয়েছে। এটি টানা তিন মাসের প্রবৃদ্ধির সম্ভব কারণ। এছাড়া চীনের মুদ্রা নীতির স্থিতিশীলতার কারণে আরএমবি'র স্থিতিশীলতার জন্য সহায়ক হয়েছে।

চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা প্রশাসন ব্যুরোর মুখপাত্র ওয়াং ছুন ইং বলেন, বর্তমানে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি শিথিল হয়ে উঠেছে, আন্তর্জাতিক পরিবেশ অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তবে চীনের অর্থনীতি অব্যাহত স্থিতিশীলতার মধ্যে প্রবৃদ্ধি পেয়েছে।

ভবিষ্যত নিয়ে ওয়াং ছুন ইং বলেন, বিশ্ব অর্থনীতির পরিস্থিতি কঠিন হলেও চীনের অর্থনীতি দীর্ঘমেয়াদে ভালো দিকে এগিয়ে যাচ্ছে। চীন সার্বিকভাবে উন্মুক্তকরণের কাজ পরিচালনা করছে। বৈদেশিক মুদ্রা বাজার সম্পর্কিত ব্যবস্থা দিন দিন সুবিন্যাস্ত হয়েছে। যার মানে মুদ্রা প্রবাহের স্থিতিশীলতা বজায় রাখতে যথেষ্ঠ দক্ষ চীন।

চীনের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিষয়ক গবেষণালয়ের মহাপরিচালক থান ইয়া লিং অনুমান করে বলেন, দেশি ও বিদেশি নানা কারণে চীনের বৈদেশিক মুদ্রা মজুদের পরিমাণ ওঠানামার মধ্যে স্থিতিশীলতা বজায় রাখবে। তিনি বলেন, 'চীনের অর্থনীতির গত বছরের সূচক প্রকাশিত হয়েছে। সে সূচক আমাদের পূর্বাভাসের সঙ্গে সংগতিপূর্ণ। এমন কি, আমাদের নির্ধারিত লক্ষ্যের তুলনায় ভালো। এছাড়া চীনের অর্থনীতির পরিমাণ ২০১৭ সালের তুলনায় বেড়েছে, যার পরিমাণ ৯০ লাখ কোটি আরএমবি ছাড়িয়েছে। পাশাপাশি চীনের অর্থনীতির আকার বিশ্ব অর্থনীতিতে যে অবদান রেখেছে, তা বিশ্ব মুদ্রা তহবিলের স্বীকৃতি পেয়েছে। তাই চীনের অর্থনীতির সংস্কার ও রূপান্তরে আমাদেরকে আস্থাশীল থাকতে হবে। এ বিশেষ সময় যে কোনো ওঠানামা খুব স্বাভাবিক। কারণ, আমরা কাঠামো বিন্যাস করছি। এ সময় আমরা আস্থাবান হলে, ভবিষ্যতে বৈদেশিক মুদ্রার পরিমাণ আরও বাড়বেই। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040