সকল দেশের উচিত সক্রিয় কর্মসংস্থাননীতি গ্রহণ করে তা বাস্তবায়ন করা: চীন
  2019-02-12 15:09:19  cri
ফেব্রুয়ারি ১২: সকল দেশের উচিত সক্রিয় কর্মসংস্থাননীতি প্রণয়ন করে তা বাস্তবায়ন করা। গতকাল (সোমবার) জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি মা চাও সুই নিইউয়র্কে জাতিসংঘের সদর দফতরে আয়োজিত 'সক্রিয় কর্মসংস্থাননীতি' শীর্ষক এক সভায় এ মন্তব্য করেন।

মা চাও সুই বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন কর্মসংস্থানের ওপর যথেষ্ট গুরুত্ব দিয়েছে। ফলে দেশে স্থিতিশীলভাবে কর্মসংস্থান বাড়ছে। পাশাপাশি, কর্মসংস্থানের গুণগত মানও বাড়ছে। ২০১৮ সালের শেষ নাগাদ চীনে কর্মসংস্থানের সংখ্যা ছিল প্রায় ৭৮ কোটি।

তিনি আরও বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ গ্রহণের পরবর্তী ৫ বছরে সংশ্লিষ্ট দেশগুলোতেও চীন ২ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040