সুন্দর বিশ্ব গড়ে তুলতে প্রচেষ্টা চালাবে চীন
  2019-02-12 11:02:18  cri
ফেব্রুয়ারি ১২: গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বেইজিংয়ে বলেছেন, নতুন বছরে বিভিন্ন দেশের সাথে সুন্দর, সুষম ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে প্রচেষ্টা চালাবে চীন।

চলতি বছরের বসন্ত উত্সব উপলক্ষ্যে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ নিজ নিজ পদ্ধতিতে চীনা জনগণের কাছে তাঁদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। এ সম্পর্কে মুখপাত্র হুয়া বলেন, রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ রাশিয়ায় চীনা দূতাবাসে গিয়ে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন, এ থেকে বোঝা যায় দু'দেশের জনগণের মধ্যে গভীর মৈত্রী রয়েছে।

বিভিন্ন দেশের নেতৃবৃন্দ চীনা জনগণকে শুভকামনা জানানোর মাধ্যমে বোঝা যায়, বিভিন্ন দেশে প্রবাসী চীনারা স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এতে চীনের ঐতিহ্যিক সংস্কৃতির গভীর প্রভাবও প্রতিফলিত হয়েছে। চীনের সাংস্কৃতিক মূল্যবোধ আর বন্ধুত্বপূর্ণ সাংস্কৃতিক বিনিময় সম্পর্কে মুখপাত্র হুয়া বলেন,

চীনের প্রবাদে বলা হয়েছে, পরিবারে শান্তি থাকলে সবকিছু সুষ্ঠু হয়ে ওঠে। এ প্রবাদ বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্যও উপযোগী। পারস্পরিক সম্মান ও সুষম সহাবস্থান হলে বিশ্বের শান্তিপূর্ণ ও সমৃদ্ধ উন্নয়ন বাস্তবায়ন সম্ভব, চীন এমন উদ্দেশ্যের জন্য প্রচেষ্টা চালাবে। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040