চান্দ্র নববর্ষকে স্বাগত জানাতে হংকংয়ে নববর্ষ প্রদর্শনী এবং প্রার্থনা অনুষ্ঠান আয়োজিত
  2019-02-12 10:12:42  cri
'চান্দ্র নববর্ষকে স্বাগত জানাতে হংকংয়ে নববর্ষ প্রদর্শনী এবং প্রার্থনা অনুষ্ঠান আয়োজিত'

সুপ্রিয় বন্ধুরা, হংকং পর্যটন উন্নয়ন ব্যুরোর উদ্যোগে 'ক্যাথে প্যাসিফিক ইন্টারন্যাশনাল নিউ স্প্রিং ফেস্টিভাল সান্ধ্য ২০১৯' ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে হংকংয়ের Tsim Sha Tsui-এ অনুষ্ঠিত হয়। ৯টি ফুলের গাড়ি, ১১টি দেশ ও অঞ্চলের ২৫টি পরিবেশনাদল এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে। একই সময়ে, থাই পো লিন অনুষ্ঠানে বার্ষিক হংকং প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এটি হংকং নাগরিকদের এবং বিশ্বজুড়ে ভ্রমণকারীদের আকর্ষণ করে।

বার্ষিক নববর্ষ আন্তর্জাতিক প্রদর্শনী হলো চান্দ্র নববর্ষ উদযাপন করার জন্য হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের হাইলাইট। প্রদর্শনীতে হংকং নাগরিকরা এবং স্থানীয় ভ্রমণকারীরা যৌভভাবে বসন্ত উত্সব উদযাপন করতে পারে। এই বছরের প্রদর্শনীর থিম হলো "নববর্ষ, সৌভাগ্য, কল্যাণ"। ৯টি ফুলের গাড়ি, ১১টি দেশ ও অঞ্চলের ২৫টি পরিবেশনাদল মানুষের সৌভাগ্য এবং আশীর্বাদ কামনা করে।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী লিন ঝেন উয়েই এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন। তিনি সারা হংকংয়ের নাগরিক এবং পর্যটকদের নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন,

"সবার সমৃদ্ধির জন্য শুভ কামনা! হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে নতুন বছরে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি! হংকং একটি বিশ্ব বিখ্যাত আন্তর্জাতিক মহাশহর। বসন্তু উত্সব উদযাপন কার্যক্রম সবসময় অর্থপূর্ণ। হংকংয়ের লোকদের উত্সাহীমূলক বৈশিষ্ট্য আছে যা দর্শকদের 'সবচেয়ে হংকং' এবং সবচেয়ে অনন্য বসন্ত উত্সবের অভিজ্ঞতা দেয়।"

প্রধান নির্বাহী লিন ঝেন উয়েই বলেন, একটি সমৃদ্ধ পর্যটন শিল্প হংকংয়ের জীবনের সব জায়গায় সুযোগ বয়ে আনবে।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের রাজনীতি বিষয়ক প্রধান জিয়াং চিয়েনজং প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং হংকংয়ের জন্য ইচ্ছামত আলো প্রজ্বলন এবং শুভ কামনা করেন। তিনি বলেন,

"চান্দ্র নববর্ষের প্রথম দিনে প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেওয়া হংকংয়ের একটি গুরুত্বপূর্ণ প্রথায় পরিণত হয়েছে। এক মাসের মতো এ উত্সব শুধু প্রার্থনা তা নয়, পরিবারের সঙ্গে থাকার একটি গুরুত্বপূর্ণ দিবসও বটে। উত্সব এবং হংকংয়ের অনন্য সংস্কৃতি রয়েছে, যা হংকংয়ের বৈশিষ্ট্য এবং আঞ্চলিক বৈশিষ্ট্যগুলির সাথে চীনা ঐতিহ্যগত সংস্কৃতির সমন্বয় করা হয়।"

৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় হংকং ভিক্টোরিয়া হারবারের উপর চান্দ্র নববর্ষের আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

নববর্ষ উপলক্ষ্যে চীনা জনগণ ও প্রবাসী চীনাদের আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের নেতৃবৃন্দের শুভেচ্ছা

নববর্ষ উপলক্ষ্যে চীনা জনগণ ও প্রবাসী চীনাদের শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। চীনের সঙ্গে একটি ভাল ভবিষ্যত তৈরির প্রত্যাশা প্রকাশ করেন তারা এবং বিশ্বের বিভিন্ন জায়গার উন্নয়নে প্রবাসী চীনাদের অবদানের প্রশংসা করেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস ৪ ফেব্রুয়ারি ভিডিও'র মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানান। এতে প্রথমে তিনি চীনা ভাষায় 'শুভ চীনা নববর্ষ' বলেন। তিনি বলেন, "নতুন বছরে আমরা যৌথভাবে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বিশ্ব নির্মাণ করবো। জাতিসংঘে অবদানের জন্য আমি চীন ও চীনা জনগণকে ধন্যবাদ জানাই।"

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের প্রেসিডেন্ট মারিয়া ফার্নান্দো এসপিনোসা ৫ ফেব্রুয়ারি টুইটারে চীনা ভাষায় লিখেন, "চীনের জাতীয় ঐতিহ্যবাহী বসন্ত উত্সব উপলক্ষ্যে, চীনা জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি চীনা জগণের সুন্দর স্বাস্থ্য, শান্তি এবং আনন্দময় জীবন কামনা করি। শুভ নববর্ষ!"

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সুইজারল্যান্ডের লোজানে অলিম্পিক যাদুঘরে চীনা ও প্রবাসী চীনাদের সাথে এ নববর্ষ উদযাপন করেন। তিনি বলেন, "চলতি বছর হলো ২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কাউন্টডাউন গণনার তৃতীয় বার্ষিকী। অনেক চীনা ক্রীড়াবিদ শীতকালীন অলিম্পিকের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। আমি চীনা ক্রীড়াবিদদের একটি সুখী বসন্ত উৎসব কামনা করি। আমি আশা করি তারা ভবিষ্যতে তাদের নিজেদের দেশে চমৎকার ফলাফল অর্জন করবে।"

তাছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ চীনা জনগণ ও প্রবাসী চীনাদের নববর্ষের শুভেচ্ছা জানান।

'বসন্ত উত্সবের বিশেষ কেনাকাটায় বিদেশি পণ্য'-আলোকিত নববর্ষ-উন্মুক্তকরণের চমত্কার জীবন

২০১৯ সালের চীনা চন্দ্র নববর্ষ অর্থাত্ বসন্ত উত্সব উপলক্ষ্যে বিশেষ কেনাকাটা এখনও চীনাদের শীর্ষ অগ্রাধিকার। চলতি বছর চীনাদের 'বসন্ত উত্সবের জন্য বিশেষ কেনাকাটা' তালিকায় বিদেশি পণ্য আরো বেশি করে যুক্ত হয়েছে, পণ্যের বৈচিত্র্যতাও আরো বেড়েছে। বিশ্বজুড়ে আরও বেশি বিদেশি পণ্য সাধারণ চীনা জনগণের ঘরে আসছে, চীনের উন্মুক্তকরণ চীন ও বিশ্বের জন্য বিশাল সুযোগ বয়ে আনছে।

গত বছর শাংহাইয়ে চীনের প্রথম আন্তর্জাতিক আমদানি মেলা আয়োজনের পর প্রথম বসন্ত উত্সব হিসেবে, 'বসন্ত উত্সবের বিশেষ কেনাকাটায় বিদেশি পণ্য' সব জায়গায় পাওয়া যায়।

ঐতিহ্যবাহী পণ্য যেমন চিলির চেরি, ফরাসি রেড ওয়াইন, আমেরিকান শুকনো ফল, আর্জেন্টাইন গরুর মাংস, বেলজিয়াম চকোলেট ছাড়াও ডিজিটাল ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্যও বসন্ত উত্সবের বিশেষ কেনাকাটার তালিকাতে নতুন পছন্দ হয়ে উঠেছে। বিশেষ করে ই-কমার্স এবং আমদানিকৃত ক্রয়নীতির উন্নতির সাথে সাথে, 'বসন্ত উত্সবের বিশেষ কেনাকাটায় বিদেশি পণ্য' আরো সহজ হয়ে ওঠে।

সি'আন শহরে প্রথম 'চীন-ইউরোপ ট্রেন বসন্ত উত্সব উপলক্ষ্যে বার্ষিক বিশেষ ক্রয়' ইউরোপ ও মধ্য এশিয়ার ৪০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে নতুন বছরের পণ্য স্থানীয়দের কাছে সরবরাহ করে।

ঝেংঝৌ'র চুং দা মেন শুল্কাধীন সরাসরি ক্রয় কেন্দ্রে রাশিয়া, ইতালি, ফ্রান্স, জার্মানি এবং জাপানসহ ৭০টিরও বেশি দেশের লক্ষাধিক ধরণের পণ্য পাওয়া যায়।

গত ৪০ বছরের সংস্কার ও উন্মুক্তকরণের কারণে চীন বিশাল উন্নতি লাভ করেছে। সেজন্য আরো উচ্চ মানের উন্মুক্তকরণের মাধ্যমে চীন উচ্চ মানের অর্থনৈতিক উন্নয়ন অর্জন করতে পারবে। এটা স্পষ্ট দেখা যায় যে, উচ্চ মানের উন্মুক্তকরণ একটি ভাল জীবনের জন্য চীনা মানুষের চাহিদা পূরণ করে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040