সিনচিয়াং প্রসঙ্গে তুরস্কের অভিযোগ অসত্য ও দায়িত্বজ্ঞানহীন: বেইজিং
  2019-02-11 18:53:49  cri
ফেব্রুয়ারি ১১: সম্প্রতি তুরস্ক চীনের সিনচিয়াং নিয়ে যে-মন্তব্য করেছে, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। চীনা পররাষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিনচিয়াং সম্পর্কে অসত্য অভিযোগ করেছেন এবং আঙ্কারায় চীনা দূতাবাস তার প্রতিবাদও জানিয়েছে।

মুখপাত্র বলেন, চীনের উইগুর জাতির বিখ্যাত সুরকার আইতিতি কারাগারে মারা গেছেন বলে অপপ্রচার চালানো হচ্ছে। অথচ তিনি বহালতবিয়তে বেঁচে আছেন।

মুখপাত্র আরও বলেন, গত শতাব্দীর নব্বইয়ের দশক থেকে সন্ত্রাসবাদী, চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদীরা চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে অসংখ্য সহিংস ঘটনার জন্ম দিয়েছে। সিনচিয়াংও, আন্তর্জাতিক সমাজের সন্ত্রাসদমন-অভিজ্ঞতার ভিত্তিতে, সন্ত্রাসবাদ ও চরমপন্থা দমন করছে এবং এতে সাফল্য অর্জন করেছে। সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির জনগণের ধর্মীয় স্বাধীনতা ও নিজেদের ভাষা ব্যবহারের পুরোপুরি অধিকার আছে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040