'চীন বিভিন্ন দেশের সঙ্গে মিলে আরও সুন্দর বিশ্ব গড়ে তোলার চেষ্টা করে যাবে'
  2019-02-11 18:40:58  cri
ফেব্রুয়ারি ১১: নতুন বছরে চীন বিভিন্ন দেশের সঙ্গে মিলে আরও সুন্দর, সম্প্রীতিময় ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, বসন্ত উত্সবের সময় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জাপানসহ বিভিন্ন দেশের নেতারা চীনা জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় চীনা দূতাবাসে গিয়ে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানিয়েছেন।

মুখপাত্র আরও বলেন, চলতি বছর হচ্ছে চীন-রুশ সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। যৌথ প্রচেষ্টায় চীন-রুশ সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক সামনে এগিয়ে যাবে বলে বেইজিং বিশ্বাস করে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040