শেষ হলো চীনের বসন্ত উত্সব; পর্যটন খাতে আয় ৫১৩ বিলিয়ন ইউয়ান
  2019-02-11 18:40:49  cri

ফেব্রুয়ারি ১১: চীনের বসন্ত উত্সব শেষ হয়েছে। লম্বা ছুটির পর আজ (সোমবার) ছিল দেশটিতে প্রথম কর্মদিবস।

এদিকে, বসন্ত উত্সবের ৭ দিনে চীনের পর্যটন খাতে আয় হয়েছে প্রায় ৫১,৩০০ কোটি ইউয়ান, যা আগের বসন্ত উত্সবের সময়ের চেয়ে ৮.২ শতাংশ বেশি। এবার উত্সবের সময় দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণ করেছেন ৪১ কোটি ৫০ লক্ষ মানুষ, যা গত বসন্ত উত্সবের চেয়ে ৭.৬ শতাংশ বেশি।

বৈশ্বিক অর্থনীতির অবস্থা তেমন শক্তিশালী নয়। এ সময় বসন্ত উত্সবে চীনাদের বিভিন্ন পণ্য ও সেবা ভোগের ক্ষেত্রে প্রবৃদ্ধি ছিল উল্লেখযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, বসন্ত উত্সবে চীনা অর্থনীতি ও বাজারের ওপর চীনাদের আস্থার প্রতিফলন ঘটেছে।

বর্তমানে চীনের জনসংখ্যা ১৪০ কোটি। এর মধ্যে মধ্যম আয়ের মানুষ আছেন ৪০ কোটি। এই ৪০ কোটি মানুষ বৈশ্বিক ভোগ্যবাজারের অন্যতম ক্রেতা। তা ছাড়া, ভোগ্যপণ্য ও সেবার মানের ব্যাপারে চীনারা দিন দিন সচেতন হচ্ছেন।

এরই মধ্যে চলতি সপ্তাহে চীন-যুক্তরাষ্ট্র নতুন দফা আর্থিক আলোচনা বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চীনারা এই আলোচনার ওপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। চীনারা খুবই আত্মবিশ্বাসী এবং সুখী জীবনের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040