চীনের ছাংচেং-৬ রকেটের বহনক্ষমতা বাড়ানোর কাজ চলছে
  2019-02-11 16:08:51  cri
ফেব্রুয়ারি ১১: চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার অষ্টম গবেষণালয়ে ছাংচেং-৬ রকেটের বহনক্ষমতা বৃদ্ধি নিয়ে কাজ চলছে। আশা করা হচ্ছে, ২০২০ সালের শেষ দিকে অতিরিক্ত বহনক্ষমতাসম্পন্ন নতুন রকেট মহাশূন্যে উৎক্ষেপণ সম্ভব হবে।

এর আগে ছাংচেং-৬ রকেট দিয়ে ২০১৫ সালের সেপ্টেম্বর ও ২০১৭ সালের নভেম্বরে যথাক্রমে ২০টি ও ৩টি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।

ছাংচেং-৬ মোট ২৯.৩ মিটার লম্বা ও ওজন ১০৩ টন। এটি এক বা একাধিক কৃত্রিম উপগ্রহ বহনে সক্ষম। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040