পাকিস্তানে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভাল বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করবে ইমরান খানের সরকার
  2019-02-11 12:53:26  cri
ফেব্রুয়ারি ১১: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তাঁর দেশের আর্থিক ঘাটতি আরও হ্রাস পাচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। পাকিস্তানে বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি ভাল বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করবে তাঁর সরকার।

গতকাল (রোববার) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সপ্তম বিশ্ব সরকার সম্মেলনে এক ভাষণে এ কথা বলেন ইমরান খান। ভাষণে তিনি বলেন, তাঁর দেশের একটি ব্যাপক অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনা আছে। তিনি বিদেশি কোম্পানিগুলিকে পাকিস্তানে বিনিয়োগের জন্য উৎসাহিত করেন এবং পর্যটন বাজার খোলার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী সপ্তম বিশ্ব সরকার সম্মেলন গতকাল (রোববার) দুবাইয়ে উদ্বোধন হয়। ১৪০টি দেশ ও অঞ্চল এবং আন্তর্জাতিক সংস্থার চার সহস্রাধিক প্রতিনিধি এতে অংশ নেন। (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040