ফিলিপিন্সের কনফুসিয়াস ইন্সটিটিউটে চীনা ভাষার প্রতিযোগিতা অনুষ্ঠিত
  2019-02-10 16:10:00  cri

ফেব্রুয়ারি ১০: ফিলিপিন্সের অ্যাঙ্গেলস ইউনিভার্সিটি ফাউন্ডেশনের কনফুসিয়াস ইন্সটিটিউট গতকাল (শনিবার) দ্বিতীয় চীনা ভাষার প্রতিযোগিতা আয়োজন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা চীনা ভাষা শেখার নিজ নিজ গল্প বর্ণনা করেন।

এবার প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল: 'চীনা ভাষা ও আমি।' ইন্সিটিটিউটের ১৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।

উল্লেখ্য, অ্যাঙ্গেলস ইউনিভার্সিটি, ফুচিয়ান নোর্মাল ইউনির্ভাসিটি এবং কনফুসিয়াস ইন্সটিটিউট সদর দফতরের যৌথ উদ্যোগে অ্যাঙ্গেলস ইউনিভার্সিটি ফাউডেশনের কনফুসিয়াস ইন্সটিটিউট ২০১০ সালের প্রথম দিকে প্রতিষ্ঠিত হয়। এটি ফিলিপিন্সের তৃতীয় কনফুসিয়াস ইন্সটিটিউট। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040