শুক্রবার চীনের রেলপথে যাত্রী-সংখ্যা ছিল প্রায় এক কোটি
  2019-02-09 18:27:45  cri
ফেব্রুয়ারি ৯: বসন্ত উত্সবের আমেজ শেষ হতে-না-হতেই, কর্মস্থলে ফিরতে শুরু করেছেন চীনারা। গতকাল (শুক্রবার) চীনের রেলপথে যাত্রীর সংখ্যা ছিল প্রায় এক কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫ শতাংশ বেশি। আজ (শনিবার) যানবাহনে যাত্রীদের ভিড় আরও বাড়বে। চীনের পরিবহন বিভাগ যাত্রীদের ভিড় সামলাতে ও তাঁদের যাত্রা সুন্দর ও মসৃণ করতে নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেছে।

পরিবহন বিভাগের পূর্বাভাস অনুসারে, আজ (শনিবার) বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যাত্রীদের ভিড় থাকবে বেশি। আর আগামীকাল (রোববার) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানবাহনে ভিড় আরও বেশি হবে।

উল্লেখ্য, বসন্ত উত্সবের আগে-পরের ১৮ দিনে, তথা ২১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সারা চীনে রেলপথ, সড়কপথ, নৌপথ ও আকাশপথে মোটা যাত্রীর সংখ্যা ছিল ১২০ কোটি। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040