বসন্ত উত্সবের ছুটির পর পাকিস্তানে চীনা রেড ক্রসের চিকিত্সকরা কাজে ফিরেছেন
  2019-02-09 16:56:15  cri

ফেব্রুয়ারি ৯: বসন্ত উত্সবের ছুটির পর গতকাল (শুক্রবার) আবারও কাজে ফিরেছেন পাকিস্তানের গুয়াদার বন্দরে নিয়োজিত চীনা রেড ক্রসের চিকিত্সকরা। সেখানে তাঁরা স্থানীয় বাসিন্দা ও চীনা কর্মীদের বিনামূল্যে চিকিত্সাসেবা দিয়ে আসছেন।

উল্লেখ্য, ফুতান বিশ্ববিদ্যালয়ের হুয়াশান হাসপাতাল ও প্রসূতি-হাসপাতাল, বেইজিং রেড ক্রস সমিতির ৯৯৯ জরুরি কেন্দ্রের চিকিত্সক এবং চীনা রেড ক্রস তহবিলের ৮ জন কর্মী নিয়ে চিকিত্সকদলটি গঠিত। গত নভেম্বরে করাচিতে চীনা জেনারেল কনস্যুলেটে হামলার পর দলটির চিকিত্সাসেবা কার্যক্রম কিছুদিন বন্ধ ছিল।

কিন্তু নিরাপত্তা পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ার পর থেকেই কার্যক্রম পুনরায় শুরু হয়। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040