বসন্ত উত্সব উপলক্ষ্যে চীনের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
  2019-02-09 16:43:29  cri

ফেব্রুয়ারি ৯: বরাবরের মতো এবারও ঐতিহ্যবাহী বসন্ত উত্সব উপলক্ষ্যে চীনের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সাধারণ মানুষও এসব অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

বসন্ত উত্সব উপলক্ষ্যে বেইজিংয়ের নিষিদ্ধ নগরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। গত ৬ বছর ধরেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে নিষিদ্ধ নগর বা প্রাসাদ জাদুঘরে। প্রাচীনকালে রাজপ্রাসাদে যেভাবে বসন্ত উত্সব পালন করা হতো, এ অনুষ্ঠানে তা ফুটিয়ে তোলার প্রচেষ্টা থাকে। এবারের অনুষ্ঠানে রেকর্ডসংখ্যক পুরাকীর্তি প্রদর্শন করা হয়।

নিষিদ্ধ নগর জাদুঘরের প্রধান সান জি সিয়াং জানান, উত্সব চলাকালে বসন্ত উত্সবের প্রাচীন রীতিনীতিসম্পর্কিত বহু পুরাকীর্তি দর্শকদের সামনে হাজির করা হয়।

এ ছাড়া, চীনের বিভিন্ন জায়গার জাদুঘর ও চিত্রশালায়ও বৈচিত্র্যময় অনুষ্ঠান আয়োজন করা হয় বসন্ত উত্সব উপলক্ষ্যে। চীনের শাংহাই, ছুংছিং, ছাংছুন, হাংচৌ, লুও ইয়াং, খুনমিং ও উরুমুচিসহ ৪৫টি রাষ্ট্রীয় সাংস্কৃতিক শহরে অপেরা, সাংস্কৃতিক মেলা, বরফ কার্নিভাল, বই মেলা এবং মন্দির মেলাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040