প্রসঙ্গ: নব্যতাপ্রবর্তন সম্পর্কে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দৃষ্টিভঙ্গি
  2019-02-09 16:17:31  cri

নব্যতাপ্রবর্তন হলো নতুন যুগে চীনের উন্নয়নের মূল চাবিকাঠি। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিভিন্ন অনুষ্ঠানে বার বার যে-কথাটি উচ্চারণ করেছেন, সেটি হচ্ছে: "সংস্কারবাদীরা সামনে এগিয়ে যাবে, নব্যতাপ্রবর্তন মানুষকে শক্তিশালী করবে, এবং বিপ্লবীরা বিজয়ী হবে।"

২০১৮ সালের ২২ অক্টোবর সিপিসি'র সি চিন পিং গ্রি গোষ্ঠীর কার্যালয় পরিদর্শন করেন। তখন তিনি গোষ্ঠীর কর্মীদের উদ্দেশ্য করে প্রশ্ন করেন: 'আজ আপনারা সুখে আছেন কি?' উত্তরে কর্মীরা বলেন, 'হ্যাঁ, আমরা সুখী।'

শুরুর দিকে গ্রি শুধু হোম এয়ার কন্ডিশনার উত্পাদন করতো; ছিল একটি ছোট্ট প্রতিষ্ঠান। বর্তমানে গ্রি আন্তর্জাতিক পর্যায়ের একটি শিল্প গ্রুপে পরিণত হয়েছে। গ্রি এখন নিত্যপ্রয়োজনীয় যন্ত্রপাতি, উচ্চপ্রযুক্তির সাজ-সরঞ্জাম, যোগাযোগ সরঞ্জাম, ইত্যাদি তৈরি করছে। গোষ্ঠীর তৈরি বিভিন্ন পণ্য ১৬০টি দেশ ও অঞ্চলে রফতানি হয়। মনে রাখার বিষয় যে, গ্রি'র সাফল্যের অন্যতম মূল কারণ নব্যতাপ্রবর্তন বা ইনোভেশান।

সি চিন পিং গ্রি গোষ্ঠীর কর্মীদেরকে নব্যতাপ্রবর্তনের সামর্থ্য বৃদ্ধির জন্য পরামর্শ দেন। তিনি বলেন, "চীনকে বড় অর্থনীতির দেশ থেকে শক্তিশালী দেশে পরিণত করার প্রক্রিয়ায় আসল অর্থনীতির উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। আর উত্পাদনশিল্প হলো আসল বা রিয়েল অর্থনীতির চাবিকাঠি। অন্যদিকে উত্পাদনশিল্পের কেন্দ্র হচ্ছে নব্যতাপ্রবর্তন। আত্মনির্ভরতা ও নব্যতাপ্রবর্তনের সামর্থ্য বৃদ্ধির জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত। আমি মনে করি, সব প্রতিষ্ঠানেরই এই নীতি মেনে চলা উচিত।"

ইন্সপার (Inspur) গোষ্ঠী হলো চীনের নেতৃস্থানীয় ক্লাউড কম্পিউটিং ও বিগ ডেটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। গোষ্ঠীটি বিশ্বের এক শ'রও বেশি দেশ ও অঞ্চলে আইটি পণ্য ও সেবা সরবরাহ করে। ২০১৮ সালের জুন মাসে সি চিন পিং ইন্সপার গোষ্ঠীর একটি কম্পিউটার উত্পাদনকেন্দ্র পরিদর্শন করেন। তিনি গোষ্ঠীর স্বাধীন গবেষণা ও উন্নয়ন-প্রক্রিয়ার অবস্থা পর্যবেক্ষণ করেন এবং এ-সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, "বর্তমানে চীনা জাতির মহান পুনরুত্থানের স্বপ্ন বাস্তবায়নের খুব কাছাকাছি রয়েছি আমরা। তবে আমাদের আগের চেয়ে আরও বেশি চ্যালেঞ্জ ও কঠিন পরিস্থিতির মোকাবিলা করেই এগুতে হচ্ছে। এ সময় আমাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে এবং ইতিহাসের জ্ঞানের আলোকে একাট্টা হয়ে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের উচিত উচ্চমানের প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে যাওয়া।"

সি চিন পিং আরও বলেন, সিপিসি ও চীন সরকার নব্যতাপ্রবর্তনের জন্য আরো সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে। তিনি বলেন, 'উচ্চমানের উন্নয়নে নব্যতাপ্রবর্তন প্রয়োজন। আমাদের উচিত রাষ্ট্র উন্নয়নের স্বার্থে নব্যতাপ্রবর্তনের মান উন্নত করা। যারা নব্যতাপ্রবর্তন ও স্বপ্ন বাস্তবায়ন করতে চান, আমাদের উচিত তাঁদেরকে উত্সাহ দেওয়া।'

বস্তুত, সিপিসি'র অষ্টাদশ জাতীয় প্রতিনিধি সম্মেলনের পর থেকেই চীনের বিভিন্ন মহলে নব্যতাপ্রবর্তনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আশা করা যায় যে, এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040