চীনের বসন্ত উত্সব উপলক্ষ্যে মস্কোয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত
  2019-02-09 15:47:18  cri
ফেব্রুয়ারি ৯: গত বৃহস্পতিবার ও শুক্রবার চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সব উপলক্ষ্যে রাশিয়ার রাজধানী মস্কোয় 'সুন্দর চীন, আনন্দময় বসন্ত উত্সব' শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মস্কোয় চীনের পর্যটন কার্যালয় এ নিয়ে দ্বিতীয় বছরের মতো এ অনুষ্ঠান আয়োজন করল।

চলতি বছরের অনুষ্ঠানে চীনের সংস্কৃতি ও পর্যটনকে গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সংস্কৃতি ও পর্যটনসম্পর্কিত পরামর্শসেবা দেওয়া হয়, পর্যটনসংশ্লিষ্ট ম্যাপ বিতরণ করা হয়, এবং চীনের সংস্কৃতিকে তুলে ধরা হয়।

মস্কোয় চীনের পর্যটন কার্যালযের পরিচালক ওয়াং সিয়াও সিয়া বলেন, চীন ও রাশিয়ার পর্যটন ক্ষেত্রের বিনিময় দিন দিন বাড়ছে। বসন্ত উত্সব হচ্ছে চীনাদের সবচেয়ে ঐতিহ্যবাহী, সবচেয়ে আড়ম্বরপূর্ণ এবং সবচেয়ে আনন্দময় উত্সব। সংস্কৃতি ও পর্যটনসম্পর্কিত অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে চীনা সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরার উপযুক্ত সময় এটি। রুশ জনগণ এ অনুষ্ঠানের মাধ্যমে গভীরভাবে চীনের সংস্কৃতি ও পর্যটন সম্বন্ধে জানতে পারবে, চীনের বসন্ত উত্সবের ঐতিহ্য উপলব্ধি করতে পারবে।

ওয়াং সিয়াও সিয়া আরও বলেন, মস্কোয় চীনের পর্যটন কার্যালয় ভবিষ্যতে আরও বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040