অস্ত্র নিয়ন্ত্রণ ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধব্যবস্থা চ্যালেঞ্জের সম্মুখীন: পুতিন
  2019-02-09 15:36:23  cri
ফেব্রুয়ারি ৯: বর্তমানে বিশ্বব্যাপী অস্ত্র নিয়ন্ত্রণ ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধব্যবস্থা চ্যালেঞ্জের সম্মুখীন। এ পরিস্থিতিতে রাশিয়া রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতিতে সিরিয়া সমস্যাসহ বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক সংকট সমাধানে কাজ করে যাবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার কূটনীতিক দিবসের প্রাক্কালে গতকাল (শুক্রবার) এক শুভেচ্ছাবার্তায় এ কথা বলেন। ১০ ফেব্রুয়ারি রাশিয়ায় দিবসটি পালিত হয়।

বার্তায় পুতিন বলেন, রাশিয়ার কূটনৈতিক মহলের উচিত যথাযথভাবে দায়িত্ব পালন করা। এসব দায়িত্বের মধ্যে আছে: আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি সুরক্ষা করা, জাতিসংঘের ভূমিকা নিশ্চিতকরণ, এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদদমনকে উত্সাহ দেওয়া।

এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রসহ কিছু পাশ্চাত্য দেশ রাশিয়াকে বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের পথে প্রধান বাঁধা হিসাবে বিবেচনা করে। তবে, রাশিয়া বিদ্যমান বৈশ্বিক সমস্যাগুলো নিয়ে এসব দেশের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক। সকল পক্ষের উচিত পারস্পরিক কল্যাণ ও সম্মানের ভিত্তিতে সংলাপ চালানো। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040