চলতি বছর ৭০ লাখ চীনা বিদেশ ভ্রমণ করবেন: পর্যটন সংস্থার পূর্বাভাস
  2019-02-09 15:17:17  cri

ফেব্রুয়ারি ৯: চলতি বছর তথা ২০১৯ সালে ৭০ লাখ চীনা নাগরিক বিদেশ ভ্রমণ করবেন, যা ২০১৮ সালের চেয়ে ১৫ শতাংশ বেশি। আর বরাবরের মতোই থাইল্যান্ড, জাপান ও ইন্দোনেশিয়াসহ প্রতিবেশী দেশগুলো হবে চীনা পর্যটকদের প্রিয় গন্তব্যস্থান। চীনের সংশ্লিষ্ট পর্যটন সংস্থা সম্প্রতি এ পূর্বাভাস দিয়েছে।

২০১৮ সালে চীনের জিডিপি প্রথমবারের মতো ৯০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়। সেবছর জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৬.৫ শতাংশ। বস্তুত, চীনাদের আয় বেড়েছে, সুখ এবং নিরাপত্তার অনুভূতিও বেড়েছে। তাই এখন বিদেশ ভ্রমণের মাধ্যমে বসন্ত উত্সব কাটানো বহু চীনার অভ্যাসে পরিণত হয়েছে। এবারের বসন্ত উত্সবের সময়ও এর ব্যতিক্রম হয়নি।

গত বছর ইন্দোনেশিয়ায় চীনা পর্যটকের সংখ্যা ছিল প্রায় ২০ লাখ। ইন্দোনেশিয়ার পর্যটনমন্ত্রী আরিয়েফ ইয়াহিয়া জানান, চীনা পর্যটকরা প্রতিবার ভ্রমণের সময় গড়ে ১১০০ মার্কিন ডলারেরও বেশি খরচ করে, যা তাঁর দেশের বিদেশি মুদ্রা আয়ের স্থিতিশীল উত্স।

এদিকে, ২০১৮ সালে বিশ্বে মোট পর্যটকের সংখ্যা ছিল ১৪০ কোটি, যা একটি রেকর্ড। এই রেকর্ড গড়তে চীনা পর্যটকরা রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে, বৈশ্বিক অর্থনীতির উন্নয়নে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040