চীনের বসন্ত উত্সবের সময় ব্যাপক চাঙ্গা ভোগের বাজার
  2019-02-08 14:29:47  cri
ফেব্রুয়ারি ৮: চীনাদের জন্য বসন্ত উত্সব শুধুমাত্র পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং বন্ধুদের সঙ্গে মিলনের সময় নয়, বরং কেনাকাটা এবং ভ্রমণ করার স্বর্ণ সপ্তাহও বটে। সাম্প্রতিক বছরগুলোতে শহর ও জেলার নাগরিকদের জীবনের মান অব্যাহতভাবে বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বসন্ত উত্সব চলাকালে খরচের ক্ষেত্রে ইন্টারেনটে ভোগ এবং সেবার ভোগ খুব ভালো এমন নতুন বৈশিষ্ট্য দেখা দেয়।

এক পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১৮ সালের বসন্ত উত্সব চলাকালে চান্দ্র নববর্ষের আগের দিন রাত থেকে নববর্ষের ষষ্ঠ দিন পর্যন্ত সারা দেশের খুচরা কোম্পানি ও রেস্তোরাঁর বিক্রির মোট পরিমাণ ছিলো ৯২৬ বিলিয়ন ইউয়ান রেনমিনপি। ২০১৯ সালের বসন্ত উত্সব চলাকালে এই পরিমাণ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে বলে অনুমাণ করা হচ্ছে।

এখন ভ্রমণ করার মাধ্যমে বসন্ত উত্সবের ছুটি কাটানো অনেকের বাছাই হয়ে উঠেছে। চলতি বছরের বসন্ত উত্সবের সাত দিন ছুটিতে প্রায় ৪০ কোটি লোক ভ্রমণ করেন। তাদের মধ্যে মূলভূভাগের বাইরে ভ্রমণ করা লোকের সংখ্যা প্রায় ৭০ লাখ। তারা বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে ভ্রমণ করেন।

সাম্প্রতিক বছরগুলোতে নাগরিকদের জীবনের মান উন্নয়ন হওয়ার সঙ্গে সঙ্গে ভোগের আপগ্রেডও দ্রুগতিতে উন্নয়ন হচ্ছে। খরচের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্যও দেখা দেয়। ইটারনেটে কেনাকাটা জনগণের কেনাকাটার নতুন পদ্ধতি হয়ে ওঠে।

(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040