আইআরবিএম চুক্তিতে ফিরে আসতে যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার আহ্বান
  2019-02-08 14:04:08  cri
ফেব্রুয়ারি ৮: মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল (আইআরবিএম) সংক্রান্ত চুক্তিতে ফিরে আসতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের সামরিক অ্যাটাশেকে তলব করে তার কাছে এ আহ্বানের কথা জানায়।

গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ বলেন, আইআরবিএম সংক্রান্ত চুক্তি বাতিল কার্যকর না হওয়া পর্যন্ত এই চুক্তি মেনে চলতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানায় মস্কো।

কোনাশেঙ্কোভ আরো বলেন, রাশিয়ার বিরুদ্ধে এই চুক্তি লঙ্ঘন সংক্রান্ত মার্কিন ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে খণ্ডন করেছে তাঁর দেশ। বাস্তবতার সঙ্গে যুক্তরাষ্ট্রের মন্তব্য সঙ্গতিপূর্ণ নয় বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত আইআরবিএম চুক্তি অনুযায়ী দেশ দুটি ৫০০ থেকে ৫৫০০ কিলোমিটার পাল্লার ভূমি ভিত্তিক ক্রুজ মিসাইল এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র অধিকার, উত্পাদন বা পরীক্ষা করে না। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই চুক্তি লঙ্ঘন করার দায়ে পরস্পরের সমালোচনা করে আসছে। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040