যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসে নববর্ষের অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজিত
  2019-02-07 18:49:35  cri

ফেব্রুয়ারি ৭: চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান এবং ২০১৯ সালের নববর্ষের অভ্যর্থনা অনুষ্ঠান যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসে অনুষ্ঠিত হয়।

চীনা রাষ্ট্রদূত ছুই থিয়েন খাই এবং মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবুর রসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলের প্রায় ৭৫০ জন অতিথি অনুষ্ঠানে অংশ নেন।

ভাষণে ছুই থিয়েন খাই অতিথিদেরকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ২০১৯ সাল হলো চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০তম বার্ষিকী। ৪০ বছর ধরে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক দু'দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং দু'দেশের জনগণের বিশাল কল্যাণ বয়ে আনছে। আন্তর্জাতিক বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সমন্বয় ও যোগাযোগ বজায় রেখে আসছে এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৪০ বছরের উন্নয়ন থেকে প্রমাণিত হয় যে, চীন ও যুক্তরাষ্ট্র সহযোগিতা করলে উভয় পক্ষই কল্যাণ পাবে এবং যুদ্ধ করলে দু'পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। সহযোগিতা দু'দেশের শ্রেষ্ঠ বাছাই বলে তিনি উল্লেখ করেন।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040