ইরাকের স্থিতিশীলতা এবং পুনর্গঠনে ইতালির সমর্থন
  2019-02-07 17:05:33  cri
ফেব্রুয়ারি ৭: ইরাকের স্থিতিশীলতা এবং পুনর্গঠনে সমর্থন করে ইতালি। গতকাল (বুধবার) সফররত ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে রাজধানী বাগদাদে এ কথা জানান।

ইরাকি প্রধানমন্ত্রী আদিল আব্দুল-মাহদি এদিন বাগদাদে কন্টের সঙ্গে বৈঠক করেন। ইরাকের প্রধানমন্ত্রীর তথ্য অফিসের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বৈঠকে কন্টে বলেছেন, বিশাল আত্মত্যাগের পর ইরাক কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে। ইরাকের স্থিতিশীলতা ও পুনর্গঠনের সময় ইরাকি জনগণের পাশে দাঁড়াবে ইতালি। ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও ঐতিহ্য সুরক্ষায়ও ইরাককে সমর্থন করবে ইতালি।

বিবৃতিতে বলা হয়, আদেল আব্দুল-মাহদি বলেন, সন্ত্রাসবাদ দমন এবং অর্থনৈতিক উন্নয়নে ইরাকে ইতালির সমর্থনের প্রশংসা জানায় তাঁর দেশ। ইরাকের পুনর্গঠন প্রক্রিয়াতে অংশ নিতে তিনি ইতালির কোম্পানিগুলোকে স্বাগত জানান। (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040