বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করলেন ট্রাম্প
  2019-02-07 17:02:26  cri
ফেব্রুয়ারি ৭: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (বুধবার) দেশটির অর্থ-মন্ত্রণালয়ের আন্তর্জাতিক ইস্যু বিষয়ক উপ-মন্ত্রী ডেভিড রবার্ট মালপ্যাসকে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করেন।

এদিন হোয়াইট হাউসে মনোনয়ন অনুষ্ঠানে ট্রাম্প বলেন, মালপ্যাস যুক্তরাষ্ট্রের উপ-অর্থমন্ত্রী হিসেবে গভীরভাবে দায়িত্ব পালন করেছেন। অর্থনৈতিক, আর্থিক ও বৈদেশিক নীতি সম্পর্কে তাঁর ৪০ বছরের অভিজ্ঞতা আছে।

৬২ বছর বয়সী মালপ্যাস রিগান প্রশাসন ও বুশ প্রশাসনে কাজ করেছেন। তিনি ওয়াল স্ট্রিট বিনিয়োগ ব্যাংকের বিয়ার স্টার্নসের প্রধান অর্থনীতিবিদ ছিলেন। ২০১৬ সালে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনকালে মালপ্যাস ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040