তালিবানের সঙ্গে শান্তিচুক্তিতে উপনীত হতে প্রস্তুত আফগান সরকার
  2019-02-07 16:17:17  cri
ফেব্রুয়ারি ৭: তালিবানের সঙ্গে শান্তিচুক্তিতে উপনীত হতে প্রস্তুত আফগান সরকার। এই চুক্তি এর আগে হিজব-এ-ইসলামির সঙ্গে আফগান সরকারের সম্পাদিত শান্তিচুক্তির মতো একই হতে পারে।

আফগানিস্তানের পাজওয়াক আফগান নিউজ গতকাল (বুধবার) দেশটির প্রেসিডেন্টভবনের বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানায়, প্রেসিডেন্ট আশরাফ ঘানি ৫ ফেব্রুয়ারি রাতে প্রেসিডেন্টভবনে সেদেশে নিযুক্ত বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। ঘানি বলেন, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া আফগান জনগণের নেতৃত্বে চালানো হতে হবে। আফগানিস্তানে সম্মানজনক ও স্থিতিশীল শান্তি বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঘানি বলেন, আফগানিস্তানের জাতীয় ঐক্য সরকার হিজব-এ-ইসলামির সঙ্গে শান্তি চুক্তিতে উপনীত হয়। তাই 'আফগান জনগণের নেতৃত্বে আফগান জনগণের অধিকারী' সংলাপের মধ্য দিয়ে তালিবানের সঙ্গে একই চুক্তিতে উপনীত হওয়া যায় বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, আফগান সরকার ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে হিজব-এ-ইসলামির সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করে। ফলে হিজব-এ ইসলামি আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের জাতীয় ঐক্য সরকারে যোগ দেয়। লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040