চীনের বসন্ত উত্সবের ছুটিতে পর্যটকসংখ্যা ৪০ কোটি ছাড়িয়ে যাবে
  2019-02-07 15:22:50  cri
ফেব্রুয়ারি ৭: সাম্প্রতিক বছরগুলোতে চীনের বসন্ত উত্সবের ছুটিতে পর্যটকসংখ্যা ব্যাপকভাবে বাড়ছে। ছুটিতে তারা দক্ষিণ চীনের উষ্ণতা, উত্তর চীনের স্কিইং এবং বিদেশ ভ্রমণ করেন। ভ্রমণের মাধ্যমে পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটান চীনারা।

সংশ্লিষ্ট পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৯ সালের বসন্ত উত্সব চলাকালে চীনে পর্যটকসংখ্যা ৪০ কোটি ছাড়িয়ে যাবে। মূলভূভাগের বাইরে যাওয়া পর্যটকের সংখ্যা ৭০ লাখে দাঁড়াবে। তারা দেশি-বিদেশি প্রায় ৯০০টিরও বেশি স্থানে ভ্রমণ করবেন।

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আরো সুবিধাজনক ভিসা নীতি চালু হওয়ায় ভ্রমণ আরো সহজ হয়ে উঠেছে।

যাত্রা পথের বিশেষ অনুভূতি চীনাদের বসন্ত উত্সব কাটানোর নতুন পদ্ধতি হয়ে উঠছে বলে ধারণা করা হয়।

(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040