বয়স্কদের কল্যাণে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
  2019-02-07 15:08:36  cri

ফেব্রুয়ারি ৭: চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পারিবারিক ছবিগুলোর মধ্যে প্রকাশিত দুটি ছবিতে পিতামাতার সঙ্গে তাঁর সুগভীর মমতার বন্ধন ফুটে ওঠে। একটি হলো হুইল চেয়ারে বসা তাঁর পিতাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন সি চিন পিং এবং আরেকটি হলো তিনি মায়ের হাত ধরে হাটাহাটি করছেন।

বর্তমানে চীনে বয়স্কদের সংখ্যা বাড়ছে। তাঁরা কিভাবে বৃদ্ধ বয়সে ভালোভাবে জীবন কাটাতে পারেন তা হলো সি চিন পিংয়ের মনের উদ্বেগের বিষয়।

'বৃদ্ধ: আপনার কারণে আমরা এত সুখী হয়েছি।

সি: আমরা প্রত্যেকেই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনাদের প্রতিটি দিন আনন্দদায়ক এবং সুখের হোক, এই প্রত্যাশা আমি সবসময় করি।'

এটা হলো শাংহাইয়ের একজন সাধারণ বৃদ্ধ এবং প্রেসিডেন্ট সি'র কথোপকথন। বর্তমানে চীনে বয়স্কদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। ২০৫০ সালে এই সংখ্যা ৪৮.৭ কোটিতে দাঁড়াবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়। এই সংখ্যা মোট লোকসংখ্যার ৩৪.৯ শতাংশ হবে।

২০১২ সালে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে প্রেসিডেন্ট সি মাঝেমাঝে কর্ম-ব্যস্ততার ফাঁকে বৃদ্ধ নিবাস পরিদর্শন করেন।

২০১৪ সালের পহেলা জানুয়ারির প্রাক্কালে বেইজিং হাইতিয়েন জেলার একটি বৃদ্ধ নিবাসে সি চিন পিং বয়স্কদের সঙ্গে গল্প করেন।

'সি: এখানে আসার চিন্তাভাবনা কিভাবে সৃষ্টি হয়?

উত্তর: কারণ এখানে বাস করা অনেক সুবিধাজনক। এখানে আমি নিয়মিত নানা শারীরিক পরীক্ষা করাতে পারি।

সি: আপনাদের সন্তান প্রতি সপ্তাহে এখানে আসে কিনা?

উত্তর: হ্যাঁ।

সি: বাসায় যেতে চান?

উত্তর: না। বাসায় আর অভ্যস্ত হতে পারবো না।

সি: আপাদের প্রতিটি মুহূর্ত সুখের হোক, এই কামনা করি।'

কিভাবে চীনের পেনশন নীতি বাস্তবায়ন করা যায় এবং বয়স্কদের জন্য ‌আরো কল্যাণ সৃষ্টি করা যায় তা নিয়ে সবসময় চিন্তা করেন প্রেসিডেন্ট সি।

শাংহাই হচ্ছে বয়স্কদের সংখ্যা বেড়ে যাওয়া চীনের প্রথম সুপার নগর। এর মধ্যে হোংখৌ জেলায় ৬০ বছর বয়সী এবং ৬০ বছরেরও বেশি বয়সী বৃদ্ধ-বৃদ্ধাদের অনুপাত ৪০ শতাংশে পৌঁছেছে

বর্তমানে এই জেলায় পেনশন সেবা বাড়ানোর তিন বছরব্যাপী কার্যক্রম পরিকল্পনা প্রকাশিত হয়। ২০২১ সালের শেষ দিকে এখানে বয়স্কদের যত্ন নেওয়ার কেন্দ্র সংখ্যা বেড়ে ৬০টিতে দাঁড়াবে। বয়স্কদের জন্য ক্যান্টিনের সংখ্যা ১০০টিতে দাঁড়াবে। সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদের বলেন,

'আগামী তিন ও চার বছরে আমাদের পেনশন সেবার সংশ্লিষ্ট স্থাপনা বেড়ে যাবে। পরবর্তীতে সংখ্যা বাড়া ছাড়াও, আমাদের সেবার গুণগত মানও বৃদ্ধি পাবে।'

চীনের উত্তরাঞ্চলের বড় শহর ছাড়াও চীনের পশ্চিমাঞ্চলের কোনো কোনো প্রদেশ ও শহরে পেনশন সেবা সংক্রান্ত নানা পদ্ধতি নিয়ে অনুসন্ধান করা হচ্ছে।

২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট সি লান চৌ শহরের ছেং কুয়ান জেলায় অবস্থিত বয়স্কদের একটি রেস্তোরাঁ পরিদর্শন করেন। রেস্তোরার মালিক, প্রতিবন্ধী ব্যবসায়ী ফু লিয়েন হোং স্মৃতিচারণ করে বলেন,

'প্রেসিডেন্ট সি আমার রেস্তোরাঁ পরিদর্শনের সময় আমার হাত ধরে আমাকে বলেন, প্রতিবন্ধী হলেও আপনি সমাজের জন্য অবদান রাখছেন। পার্টি ও সরকার আপনাকে ধন্যবাদ জানায়।' (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040