বিদেশে চীনের চান্দ্র নববর্ষ উদযাপনী অনুষ্ঠান আয়োজিত
  2019-02-06 19:07:32  cri

ফেব্রুয়ারি ৬: চীনের চান্দ্র নববর্ষ উপলক্ষ্যে অনেক দেশে চমত্কার ও বৈচিত্র্যময় উদযাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। বিভিন্ন দেশের জনগণ এবং চীনা বংশোদ্ভূত বিদেশি ও প্রবাসী চীনারা একসঙ্গে বসন্ত উত্সবের সংস্কৃতি ও আনন্দ উপভোগ করেন।

গতকাল (মঙ্গলবার) চান্দ্র নববর্ষের প্রথমদিন থাইল্যান্ডের প্রিন্সেস মাহা চাক্রি সিরিনধর্ন ব্যাংককে অবস্থিত চায়না টাউনে 'আনন্দময় বসন্ত উত্সব-২০১৯'-এর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুট চান-ও-চা এবং দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লুই চিয়েন ও তার স্ত্রী এতে উপস্থিত ছিলেন।

ভাষণে রাষ্ট্রদূত লুই চিয়েন বলেন, চীন ও থাইল্যান্ডের সুগভীর সংস্কৃতি আছে। দু'দেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও আবেগপূর্ণ মিলনসূত্র হলো বসন্ত উত্সব।

চলতি বছরের 'আনন্দময় বসন্ত উত্সব-২০১৯'-এর কার্যক্রম চলাকালে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের পাঠানো ১৩টি সাংস্কৃতিকদল ব্যাংককসহ থাইল্যান্ডের বিভিন্ন জায়গার সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শপিংমল ও স্কুলে পরিবেশনা ও প্রদর্শনীসহ ধারাবাহিক অনুষ্ঠান আয়োজন করে।

মঙ্গলবার রাতে চীনের জাতীয় বেইজিং অপেরা থিয়েটার ও ইতালির এমিলিয়া-রোমাগনা থিয়েটার তহবিলের যৌথ উদ্যোগে তৈরি 'তুরান্দোত' নামে বেইজিং অপেরা রোমায় প্রদর্শিত হয়। একইসঙ্গে '২০১৯ সালের আনন্দময় বসন্ত উত্সব' সংক্রান্ত ধারবাহিক কার্যক্রম ও চীনের পর্যটন প্রদর্শনীও আয়োজন করা হয়

গতকাল (মঙ্গলবার) মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াংগুনে বসন্ত উত্সবের উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। ইয়াংগুনের চায়না টাউনে উত্সবের আনন্দময় পরিবেশ বিরাজ করে।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040