নববর্ষ উপলক্ষ্যে চীনা জনগণ ও প্রবাসী চীনাদের আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের নেতৃবৃন্দের শুভেচ্ছা
  2019-02-06 18:05:59  cri
ফেব্রুয়ারি ৬: নববর্ষ উপলক্ষ্যে চীনা জনগণ ও প্রবাসী চীনাদের শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। চীনের সঙ্গে একটি ভাল ভবিষ্যত তৈরির প্রত্যাশা প্রকাশ করেন তারা এবং বিশ্বের বিভিন্ন জায়গার উন্নয়নে প্রবাসী চীনাদের অবদানের প্রশংসা করেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস ৪ ফেব্রুয়ারি ভিডিও'র মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানান। এতে প্রথমে তিনি চীনা ভাষায় 'শুভ চীনা নববর্ষ' বলেন। তিনি বলেন, "নতুন বছরে আমরা যৌথভাবে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বিশ্ব নির্মাণ করবো। জাতিসংঘে অবদানের জন্য আমি চীন ও চীনা জনগণকে ধন্যবাদ জানাই।"

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের প্রেসিডেন্ট মারিয়া ফার্নান্দো এসপিনোসা গতকাল (মঙ্গলবার) টুইটারে চীনা ভাষায় লিখেন, "চীনের জাতীয় ঐতিহ্যবাহী বসন্ত উত্সব উপলক্ষ্যে, চীনা জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি চীনা জগণের সুন্দর স্বাস্থ্য, শান্তি এবং আনন্দ কামনা করি। শুভ নববর্ষ!"

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সুইজারল্যান্ডের লোজানে অলিম্পিক যাদুঘরে চীনা ও প্রবাসী চীনাদের সাথে এ নববর্ষ উদযাপন করেন। তিনি বলেন, "চলতি বছর হলো ২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কাউন্টডাউন গণনার তৃতীয় বার্ষিকী। অনেক চীনা ক্রীড়াবিদ শীতকালীন অলিম্পিকের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। আমি চীনা ক্রীড়াবিদদের একটি সুখী বসন্ত উৎসব কামনা করি। আমি আশা করি তারা ভবিষ্যতে তাদের নিজেদের দেশে চমৎকার ফলাফল অর্জন করবে।"

তাছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ চীনা জনগণ ও প্রবাসী চীনাদের নববর্ষের শুভেচ্ছা জানান। (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040