ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে সীমান্তের উপর গুরুত্ব
  2019-02-06 16:03:44  cri

ফেব্রুয়ারি ৬: গতকাল (মঙ্গলবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে সীমান্ত পরিচালনা ও নিয়ন্ত্রণ জোরদার এবং অবৈধ অভিবাসীদের প্রবেশ সীমিত করার ওপর গুরুত্ব দেন।

ট্রাম্প এ নিয়ে দ্বিতীয় বারের মতো স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দিলেন। প্রায় ৮০ মিনিটের এই ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিচ্ছিন্নতার কথা স্বীকার করেন এবং রাজনীতি নিয়ে প্রতিহিংসা, বৈরিতা ও শাস্তি বন্ধ করতে কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিচালনা ও নিয়ন্ত্রণ জোরদার এবং দেয়াল নির্মাণ করা হলো ভাষণের গুরুত্বপূর্ণ বিষয়। ট্রাম্প বলেন, সীমান্ত পরিচালনা ও নিয়ন্ত্রণ জোরদার করার উদ্দেশ্যে একটি বিল পাস করতে কংগ্রেসের মাত্র ১০ দিন বাকী। তিনি বলেন, দেয়াল নির্মাণ কার্যকরভাবে অবৈধ অভিবাসী কমাতে সক্ষম। এ জন্য তিনি কংগ্রেসের কাছে বরাদ্দ দেওয়ার অনুরোধ জানান।

কূটনীতির ক্ষেত্রে ট্রাম্প সিরিয়া ও আফগানিস্তানে সৈন্য কমানোর ইচ্ছার কথা পুনরায় জোর দিয়ে বলেন।

অর্থনীতির দিকে ট্রাম্প অবকাঠামোর পুঁজিবিনিয়োগ-সংক্রান্ত একটি বিল পাস করার জন্য কংগ্রেসের সঙ্গে যৌথ প্রচেষ্টা চালাতে আগ্রহী।

কংগ্রেস উত্তর আমেরিকার স্বাধীন বাণিজ্য চুক্তির পরিবর্তে নতুন 'যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা' চুক্তিতে অনুমোদন দেবে বলে ভাষণে তিনি আশা প্রকাশ করেন।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040