ভারত পর্যন্ত প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মাণে ইরানের সম্মতি প্রকাশ
  2019-02-06 15:08:48  cri
ফেব্রুয়ারি ৬: ভারত পর্যন্ত প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মাণে সম্মতি প্রকাশ করেছে ইরান। ইরানের তাসনিম নিউজ এজেন্সি দেশটির তেলমন্ত্রী বিজান জাঙ্গানের কথার উদ্ধৃতি দিয়ে জানায়, রাশিয়া এই পাইপলাইন নির্মাণের প্রকল্প উত্থাপন করে এবং ইরান তাকে স্বাগত জানায়।

পরিকল্পনা অনুযায়ী, এই পাইপলাইন ওমান সাগর ও ভারত মহাসাগরের নীচ দিয়ে ভারতের গুজরাট রাজ্য পর্যন্ত নির্মিত হবে। বর্তমানে এ প্রকল্পের খোঁজখবর নিচ্ছে রাশিয়া।

এদিকে, রুশ গণমাধ্যম সূত্রে জানা যায়, রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত ভেঙ্কাতেশ ভার্মা সম্প্রতি বলেন, ইরান-পাকিস্তান-ভারত প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নিয়ে নয়াদিল্লি আগ্রহী। বিভিন্ন সম্ভাব্য প্রযুক্তিগত প্রকল্প নিয়ে গবেষণা করছে ভারত। সিদ্ধান্ত নেওয়ার পর তারা মস্কোর সঙ্গে যোগাযোগ করবে বলে ধারণা করা হয়। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040