দরিদ্র জনগণ আমার সবচেয়ে চিন্তার বিষয়: প্রেসিডেন্ট সি
  2019-02-06 14:00:47  cri

ফেব্রুয়ারি ৬: প্রতিটি বসন্ত উত্সবে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ছায়া চীনের দারিদ্র্য-পীড়িত অঞ্চলে দেখা যায়। যেন তিনি কথা বলছেন, "বসন্ত উত্সবের সময় আমার সর্বাধিক উদ্বেগের বিষয় হলো দরিদ্র জনগণ"।

প্রেসিডেন্ট সি'র দারিদ্র্য-বিমোচনের পদচিহ্ন চীনের সকল গভীর দারিদ্র্য এলাকা পর্যন্ত বিস্তৃত। তিনি বিভিন্ন জায়গায় দরিদ্র জনগণের সত্যিকার জীবন দেখেন, দরিদ্র অঞ্চলের অর্থনীতি দুর্বল হওয়ার কারণ গবেষণা করেন এবং দারিদ্র-বিমোচনের জন্য লক্ষ্য নির্ধারণ করেন। চীনের সর্বোচ্চ নেতা হিসেবে তিনি বহুবার জোর দিয়ে বলেন, সার্বিকভাবে সচ্ছল সমাজ প্রতিষ্ঠার পথে কেউ দরিদ্র থাকবে না। তিনি উল্লেখ করেন, চীনের কৃষকদের ব্যাপকভাবে সংস্কার ও উন্নয়নের ফলাফল উপভোগ করা উচিত।

'সি: গত বছর যারা বিয়ে করেছেন তাদের সংখ্যা কত?

কু চিয়েন ছুন: সাত জন।

এটা হলো ২০১৬ সালে চীনের 'দুই অধিবেশন' চলাকালে প্রেসিডেন্ট সি এবং সিয়াংসি থু চিয়া জাতি ও মিও জাতির অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রধান কু চিয়েন ছুনের কথোপকথন।

প্রেসিডেন্ট সি গ্রামবাসীদের বিয়ের অবস্থা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেন, তা থেকে দরিদ্র অঞ্চলের দারিদ্র্যমোচন ও দারিদ্র্যমুক্তির অগ্রগতির ওপর প্রেসিডেন্ট সি'র গুরুত্বারোপ প্রমাণিত হয়। তখন দরিদ্রতার কারণে গ্রামের তরুণদের বিয়ে করা ছিলো বড় একটি সমস্যা।

২০১৩ সালের নভেম্বর মাসে প্রেসিডেন্ট সি এই স্বায়ত্তশাসিত অঞ্চলের শি বা তোং গ্রাম পর্যবেক্ষণ করেন। অত্যন্ত দরিদ্র একটি পরিবারের বাড়িতে প্রেসিডেন্ট সি তাদের জীবনের পরিস্থিতি জিজ্ঞাস করেন।

'সি: খাওয়া কি যথেষ্ট?

উত্তর: হ্যাঁ।শস্যাগার আছে।

সি: কোনো বেতন পান? ছাগল বা অন্য কোনো পশুপ্রাণী আছে?

উত্তর: হ্যাঁ, আছে।'

এক হাজারেরও কম অধিবাসীর এই ছোট গ্রামে ২০১৩ সালে মাথাপিছু নিট আয় ছিলো ১৭০০ ইউয়ানের কম। এই সংখ্যা সেই সময় দেশের কৃষকদের মাথাপিছু নিট আয়ের এক পঞ্চমাংশের চেয়েও কম। শি বা তোং গ্রামে প্রেসিডেন্ট সি প্রথমবারের মতো নির্দিষ্টভাবে দারিদ্র্য-বিমোচনের প্রস্তাব উত্থাপন করেন। তিনি বাস্তব পরিস্থিতির ওপর গুরুত্ব দেন। নির্দিষ্টভাবে দারিদ্র্য-বিমোচনের কাজ চালানোর পর শি বা তোং গ্রামে বৈশিষ্ট্যময় চাষাবাদ, বৈশিষ্ট্যময় অ্যাকুয়াকালচার এবং পর্যটন সেবাসহ ৫টি শিল্প নির্ধারিত হয়। ২০১৭ সালে এই গ্রাম দারিদ্র্যমুক্ত হয়। তাছাড়া, তারা অন্য অঞ্চলের জন্য দারিদ্র্যমুক্তির উদাহরণও সৃষ্টি করে।

তদন্ত ও গবেষণা অনুযায়ী, চীনে রোগের কারণে সৃষ্ট দারিদ্র্য লোকের সংখ্যা গোটা দরিদ্র জনসংখ্যার ৪০ শতাংশেরও বেশি। বর্তমানে রোগের কারণে সৃষ্ট ২ কোটি দরিদ্র লোকের জন্য নির্দিষ্টভাবে দারিদ্র্য-বিমোচনের কার্যক্রম নির্ধারিত হয়েছে। ২০১৭ সালে ৮ লাখেরও বেশি চিকিত্সক দুই মাস সারা দেশের গ্রামাঞ্চলে ঘরে ঘরে দরিদ্র পরিবারের খোঁজখবর নেন। স্বাস্থ্যক্ষেত্রে দারিদ্র্য-বিমোচন প্রকল্পের মাধ্যমে বর্তমানে চিকিত্সা ব্যবস্থার সার্বিক সুনিশ্চয়তা জোরদারসহ বিভিন্ন ব্যবস্থা জোরালো করা হয়েছে। গত বছর চীনে রোগের কারণে সৃষ্ট দরিদ্র লোকসংখ্যার মধ্যে যারা দারিদ্র্যমুক্ত হয়েছেন তাদের সংখ্যা ৫৮.১ লাখ। চলতি বছরের নববর্ষের ভাষণে প্রেসিডেন্ট সি বলেন,

'এ বছর চীন দারিদ্র্যমুক্তকরণে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। সারা চীনে ১২৫টি দরিদ্র জেলা দারিদ্র্যমুক্ত হয়েছে। এক কোটি লোকের দারিদ্র্য-বিমোচন করা হয়েছে। ১৭টি ক্যান্সার প্রতিরোধক ঔষধের দাম কমেছে এবং চিকিত্সা বীমায় তা তালিকাভুক্ত হয়েছে। রোগের কারণে সৃষ্ট দারিদ্র্যসংক্রান্ত সমস্যা সমাধান করা হচ্ছে। আমি সবসময় দারিদ্র্যমুক্তকরণে জড়িত কর্মীদের কথা স্মরণ করি। দারিদ্র্যমুক্তকরণের জন্য গ্রামে নিয়োজিত ২৮ লাখ কর্মকর্তা ও সিপিসি'র স্থানীয় শাখার সম্পাদক খুব পরিশ্রম করেছেন। তাদের শারীরিক সুস্থতা কামনা করছি।' (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040